রাজধানীর রাজপথে ধুন্ধুমার, সংসদ ভবন অভিযানে কুস্তিগিরদের গতকাল আটক করে পুলিশ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি এবং বিজেপি সাংসদ (বিজেপি এমপি) ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কুস্তিগীররা। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই মহিলা মহাপঞ্চায়েতের পরিকল্পনা করে প্রতিবাদরত কুস্তিগীররা।
ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ প্রতিবাদী কুস্তিগীরদের রবিবার দিল্লি পুলিশ আটক করে যখন তারা নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় নিরাপত্তা কর্ডন লঙ্ঘন করে। এ নিয়ে দিল্লি পুলিশের কর্মী ও কুস্তিগীরদের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সঙ্গে দিল্লি পুলিশ যন্তর মন্তর খালি করে দেয়।
কুস্তিগীররা বলেছেন যে তারা বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তাদের আন্দোলন আবার শুরু করবেন। পুলিশ বলছে যে প্রতিবাদী কুস্তিগীররা আইন ভঙ্গ করেছে এবং দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। পুলিশ বিক্ষোভের পুরো জায়গাটি খালি করে দিয়েছে।
যন্তর মন্তর সহ দিল্লির বিভিন্ন স্থান থেকে প্রায় ৭০০ জনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াও ছিলেন। এর পরে, যন্তর মন্তর খালি করে দেয় পুলিশ। তবে কুস্তিগীররা তাদের দাবিতে অনড়। তারা সাফ জানিয়েছেন, আন্দোলন এখনও শেষ হয়নি, মুক্তি পেয়েই তারা 'সত্যগ্রহ' শুরু করবেন।
প্রতিবাদী কুস্তিগীররা গতকাল নতুন সংসদ ভবনের বাইরে একটি মহিলা মহাপঞ্চায়েতেরও আয়োজন করে। এনিয়ে পুলিশের সঙ্গে তাদের বচসা হয়। আটক করা হয় ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ বড় সংখ্যক বিক্ষোভ কারীরা।
একই সঙ্গে যন্তর মন্তর থেকে তাঁবু উপড়ে এবং অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ কর্মকর্তারা। অন্যদিকে, কুস্তিগীররা বলেছে যে তারা বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তাদের আন্দোলন আবার শুরু করবে।