মোহনবাগানে তিনি কিংবদন্তি। একদা হার্টথ্রব। এখনও বাগান জনতার নয়নের মণি তিনি। সেই কাৎসুমি ইউসাই এবার ফিরছেন নিজের প্রিয় ক্লাব মোহনবাগানে।
আগামী মাসে কলকাতায় পদার্পণ ঘটছে ফুকুশিমা বোমার। অগাস্টের ১৮-১৯ তারিখ থাকবেন কলকাতায়। পা পড়বে মোহনবাগানেও। সম্প্রতি কোচিংয়ে বি লাইসেন্স পেয়েছেন। মোহনবাগানে ঘুরতে আসার কথা চাওর হওয়ার পরই জল্পনা শুরু হয়েছে জাপানি তারকাকে কি আগামী সিজনে হুয়ান ফেরান্দোর কোচিং স্টাফে।
আইলিগের ইতিহাসে অন্যতম সফল তারকা কাৎসুমি। ওএনজিসির হয়ে ভারতে পা রেখেছিলেন ২০১১-এ। পরের বছরেই মোহনবাগানে নাম লেখান। শেখানেই একের পর এক সিজনে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের আদরের 'ফুকুশিমা বোমা' হয়ে ওঠেন।
বাগানে পা রেখেই পরপর দু-বছর আইলিগ, ফেডারেশন কাপ জেতাতে সাহায্য করেন। মোহনবাগান ছাড়ার পর ইস্টবেঙ্গল এমনকি আইএসএল-এ নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে জাপানি সুপারস্টারকে।
ভারতে কি নতুন ভূমিকায় দেখা যাবে, সেটা সময়ই বলবে।