Jason Cummings Goal Miss: এ কী করলেন কামিন্স? সহজতম গোলের সুযোগ হাতছাড়া বাগান তারকার

Jason Cummings Goal Miss: শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল ম্যাচে মোহনবাগানের জন্য গোটা সল্টলেক স্টেডিয়াম যেন সিংহগর্জন করছে।

Jason Cummings Goal Miss: শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল ম্যাচে মোহনবাগানের জন্য গোটা সল্টলেক স্টেডিয়াম যেন সিংহগর্জন করছে।

author-image
Koushik Biswas
New Update
Jason Cummings

গোল করার সুযোগ মিস করলেন কামিন্স

ISL 2024-25 Final: ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ আপাতত অবসরবেলায় এসে দাঁড়িয়েছে। শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল ম্যাচে মোহনবাগানের জন্য গোটা সল্টলেক স্টেডিয়াম যেন সিংহগর্জন করছে।

Advertisment

ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। বক্সের মধ্যে ছিলেন আশিস রাই, জেসন কামিন্স এবং জেমি ম্য়াকলারেন। ম্য়াকলারেন গোলমুখী শট নিলেও গুরপ্রীতের হাত থেকে বলটা ছিটকে যায়। সামনেই দাঁড়িয়ে ছিলেন জেসন কামিন্স। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই অজি ফুটবলার। এরপর সানা সিং বলটা ক্লিয়ার করে দেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএসএল মরশুমে মোহনবাগান এবং বেঙ্গালুরু দুটো দলই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। তবে ধারে-ভারে কিছুটা হলেও এগিয়ে থাকবে মেরিনার্সরা। কারণ তারা ইতিমধ্যে লিগ শিল্ড নিজেদের ক্যাবিনেটে ভরে ফেলেছে। পাশাপাশি গড়েছে একাধিক রেকর্ডও। 

এখনও পর্যন্ত তারা এক মরশুমে (লিগ পর্বে) মোট ১৭ ম্য়াচে জয়লাভ করেছে। টুর্নামেন্টের লিগ পর্বে আর কোনও দল ইতিপূর্বে এতগুলো ম্য়াচ জিততে পারেনি। আর সেকারণে মোহনবাগানের মতো ৫৬ পয়েন্টও আর কেউ সংগ্রহ করতে পারেনি। পাশাপাশি এই টুর্নামেন্টের ১৫ ম্য়াচে মেরিনার্সরা ক্লিন-শিট বজায় রাখতে পেরেছে। আইএসএল টুর্নামেন্টের এক মরশুমে এটাও যে অনন্য একটি রেকর্ড, তা বলার অপেক্ষা রাখে না।

Bengaluru FC Mohun Bagan Super Giants ISL 2024-25