বল হাতে বুম বুম বুমরা! আর ব্যাট হাতে? সে উত্তরও দিয়ে দিলেন তারকা ফাস্ট বোলার। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি করে গেলেন তিনি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি।
নক্ষত্রখচিত অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন তিনি। নিজের ৫৭ বলের ইনিংসে হাজডজন বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি জোড়া ছক্কাও বেরোল তাঁর ব্যাট থেকে। অজি বোলারদের সামনে ভারতের টপ অর্ডার নুইয়ে গিয়েছিল। তবে মহম্মদ সিরাজ ও বুমরার ৭১ রানের পার্টনারশিপে ভর করে ভারত স্কোরবোর্ডে ১৯৩ তোলে।
আরো পড়ুন: চিনে মুসলিমদের উপর অত্যাচার, হুয়ায়েইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ফরাসি বিশ্বকাপজয়ীর
দলের সর্বোচ্চ স্কোরার বুমরাই। সেই সঙ্গে বিদেশের মাটিতে নয়া কীর্তিও গড়ে ফেললেন তিনি। এটাই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম অর্ধশতক। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৬। আন্তর্জাতিক ক্রিকেটে কোনোদিন নিজের সেরা স্কোর ১০ পেরোতে পারেননি।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে অজি বোলারদের ওড়াতে থাকেন বুমরা। লজ্জার হাত থেকে রক্ষা করেন ভারতকে। মাথায় বলের আঘাত লাগলেও এদিন দমানো যায়নি বুমরাকে।
দিনের শেষে সিরাজের সঙ্গে সাজঘরে ফেরার সময় সতীর্থরা বুমরাকে গার্ড অফ অনার দেন। তার হাফসেঞ্চুরি উপলক্ষে সেলিব্রেশনে মাতে গোটা জাতীয় দলই।
তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ দিন রাতের। আইসিসির তরফে এই ম্যাচ প্রথম শ্রেণির মর্যাদা পেয়েছে। যেভাবে এদিন ভারত শুরু করে মনে হচ্ছিল সহজেই ৩০০ করে ফেলবে। তবে পৃথ্বী শ ২৯ বলে ৪০ রানে আইট হওয়ার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ইনিংস। শেষমেশ একসময় সেই স্কোর দাঁড়ায় ১২৩/৯-এ।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন