/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/Jasprit-Bumrah-defends-under-fire-Umesh-Yadav-F.jpg)
উমেশের পাশে বুমরা, বললেন এমনটা হতেই পারে (ছবি-টুইটার)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ হারের জন্য সোশাল মিডিয়ার একাংশ অভিযোগ তুলেছে দেশের অভিজ্ঞ পেসার উমেশ যাদবদের দিকে। তাঁকে আসামীর কাঠগড়ায় তুলেই নেটিজেনরা শেষ ২৪ ঘণ্টায় ক্রমাগত বিঁধছেন। তাঁদের একটাই বক্তব্য় উমেশের জন্যই ভারতকে এই ম্যাচ হাতছাড়া করতে হয়েছে। অথচ উমেশের আগের ওভারেই ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন যসপ্রীত বুমরা। ফলে উমেশের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। যদিও উমেশের পাশে দাঁড়ালেন বুমরা।
গত রবিবার বিশাখাপত্তনমে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চদের জেতার জন্য এক ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু ডেথ ওভারে উমেশ যাদব চূড়ান্ত ব্য়র্থ হন। দু'টো চার, দু'টো দুই ও দু'টো এক রান আসে তাঁর ওভার থেকে। অথচ যাদবের আগের ওভারটাই করেছিলেন ভারতের ও বিশ্বের এক নম্বর ওয়ান-ডে বোলার যসপ্রীত বুমরা। বুমরা মাত্র দু'রান দিয়ে তুলে নেন দু'উইকেট।
আরও পড়ুুন: অনেক হয়েছে, ধোনি এবার অবসর নিক, দাবি নেটিজেনদের
MUST WATCH: @Jaspritbumrah93 recaps his brilliant 19th over ????????- by @28anand
Full video here ????????https://t.co/7HKStGWvSG#INDvAUSpic.twitter.com/EO1G1QVjs3
— BCCI (@BCCI) February 25, 2019
এই ওভারের পরেই ভারত জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। অথচ উমেশের ওভারেই ভারতের তীরে এসে তরী ডোবে। বুমরা কিন্তু সতীর্থের পাশেই দাঁড়িয়েছেন। তিন বললেন, "ডেথ ওভারে সবাই সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনও সময় সেটা কাজে আসে, কোনও সময় আসে না। এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু হয়নি। ঠিক আছে।" বুমরা এরসঙ্গেই আরও বললেন, "আমরা জানতাম টার্গেট ছোট, ফলে একবার চার মেরে দিতে পারলে আর কোনও ঝুঁকি থাকে না। রানটাই ফারাক গড়ে দিল। ওরা চারও মারছিল আবার স্ট্রাইকটাও রোটেট করল।"