অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েই দু'ম্য়াচের চলতি টেস্ট সিরিজের শুভারম্ভ করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। এক দিন বাকি থাকতেই সেন্ট ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বিজয়ডঙ্কা উড়িয়েছেন বিরাটরা।
ভারতের এই জয়ের অন্য়তম কারিগর অজিঙ্ক রাহানে ও জসপ্রীত বুমরা। বিরাটের ডেপুটির হাত থেকে এসেছে ঝকঝকে সেঞ্চুরি। অন্য়দিকে পাঁচ উইকেট নিয়ে উইন্ডিজ ব্য়াটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছেন বুমবুম বুমরা।
আরও পড়ুন: রাহানে-বুমরার কামাল, ৩১৮ রানে অ্যান্টিগা টেস্ট জিতল ভারত
অ্যান্টিগায় বুমরা অনন্য় দু'টি রেকর্ড করেছেন। আট ওভার বল করে মাত্র সাত রান খরচ করেই আহমেদাবাদের পেসার পেয়েছেন পাঁচ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনও ভারতীয় বোলার এত কম রান দিয়ে পাঁচ উইকেট পাওয়ার নজির গড়েননি।
বুমরার আগে এই রেকর্ড ছিল প্রাক্তন ভারতীয় বোলার ভেঙ্কটপতি রাজুর। ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চণ্ডীগড়ে ১২ রান খরচ করে ৬ উইকেট নেন রাজু। ১০-এর কম রান দিয়ে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে মাত্র ১০ জন বোলারের। বুমরা একাদশতম বোলার হিসাবে এই রেকর্ড করলেন। অবশ্য়ই প্রথম ভারতীয় হিসাবেও।
আরও পড়ুন: দ্রুততম ভারতীয় পেসার হিসাবে টেস্টে ৫০ উইকেট বুমরার
-->
বুমরা এদিন প্রথম ভারতীয় বোলার হিসাবে আরও একটি নজির গড়েছেন। বুমরা চারটি ভিন্ন সফরে গিয়ে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেলেন। দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়ার পর এবার ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন তিনি। শুধু ভারতীয় হিসাবেই নয়, উপমহাদেশের প্রথম বোলার হিসেবেও এই চার দেশের বিরুদ্ধে পাঁচ উইকেট পেলেন তিনি। বুমরা অ্যান্টিগা টেস্টেই দ্রুততম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করেন।