Advertisment

বুমবুম বুমরা, অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন বিশ্বের এক নম্বর বোলার

ICC World Cup 2019, India vs Sri Lanka Live Cricket Score Updates: বাংলাদেশের বিরুদ্ধে উইকেটের সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান-ডে ক্রিকেটে ১০০ নম্বর উইকেটটি তুলে নিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Sri Lanka: Jasprit Bumrah Second Fastest Indian to 100 ODI Wickets

বুমবুম বুমরা, অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন বিশ্বের এক নম্বর বোলার

ICC World Cup 2019, India vs Sri Lanka Live Cricket Score Updates: বাংলাদেশের বিরুদ্ধে উইকেটের সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু শনিবার লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ান-ডে ক্রিকেটে শততম উইকেট নিয়ে ফেললেন ভারতের ও বিশ্বের এক নম্বর ওয়ান-ডে বোলার।

Advertisment

লিডসে টস জিতে ভারতকে বল করার আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র ব্য়াট করতে নেমেই ভরাডুবির মুখে পড়ে। ৪০ রানের মধ্যেই বুমরার সৌজন্যে শ্রীলঙ্কা জোড়া উইকেট হারিয়ে ফেলে। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (১৭ বলে ১০) ফেরাতেই বুমরার ঝুলিতে চলে আসে ওয়ান-ডে'র ১০০ নম্বর উইকেটটি। এরপর বুমরার বলে ফিরতে হয় কুশল পেরেরাকে ( ১৪ বলে ১৮)।

কেরিয়ারের ৫৭ নম্বর ম্যাচে বুমরা উইকেটের সেঞ্চুরি পেলেন। ভারতের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। বুমরার আগে রয়েছেন একমাত্র মহম্মদ শামি। তিনি ৫৬টি ম্য়াচ খেলে শততম ওয়ান-ডে উইকেট পেয়েছিলেন। বুমরা বিশ্বকাপে রয়েছেন অনন্য় ফর্মে। ভারতকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর তিনি। বিরাট কোহলির দলের সেরা যোদ্ধার জন্য়ই ভারত বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে পারে।

India Sri Lanka Cricket World Cup
Advertisment