Advertisment

ব্যাট হাতে বোলারকে আহত করলেন বুমরা, মাঠ ছেড়ে হাসপাতালে অজি তারকা

তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ দিন রাতের। আইসিসির তরফে এই ম্যাচ প্রথম শ্রেণির মর্যাদা পেয়েছে। যেভাবে এদিন ভারত শুরু করে মনে হচ্ছিল সহজেই ৩০০ করে ফেলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এতদিন বল হাতে ব্যাটসম্যানদের তাক করে বল করতেন। এবার বুমরার ব্যাটের প্রহারে আহত হলেন অজি পেসার ক্যামেরন গ্রিন। সিডনিতে গোলাপি বলে দিন রাতের প্রস্তুতি ম্যাচে বুমরার স্ট্রেট ড্রাইভ সরাসরি আঘাত হানল বোলার ক্যামেরন গ্রিনের মাথায়। সঙ্গে সঙ্গেই কনকাশনের জন্য মাঠ ছাড়েন তিনি। তিনি হোটেলে ফিরে যান। বাকি ম্যাচে আর অংশ নেবেন না তিনি। পরিবর্তে খেলবেন প্যাট্রিক রোই।

Advertisment

ক্রিকেট অস্ট্রেলিয়া টিম ডক্টর পিপ ইঙ্গে বলেন, "মৃদু কনকাশনের শিকার হয়েছেন গ্রিন। এই প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। হোটেলে ফিরে গিয়েছেন তিনি। ম্যাচের বাকি দুই ম্যাচে অংশ নেবেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া শারীরিক বিষয়ে মনিটর করবে নিয়মিত।"

আরো পড়ুন: বলের পর ব্যাটেও রাজা, ছক্কার পর ছক্কা হাঁকিয়ে ফিফটি করলেন বুমরা

দিনের সপ্তম ওভারে বল করতে এসেছিলেন গ্রিন। নিজের দ্বিতীয় স্পেলে। বল করার পরেই ফলো থ্রু-তে মাথার পাশে বল আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই মাঠে বসে পড়েন তিনি। নন স্ট্রাইকিং এন্ডে থাকা সিরাজ, আম্পায়ার ও অজি ক্রিকেটাররা ঘিরে ধরেন তাঁকে। তারপর চিকিৎসক আসার পরে তাদের সুপারিশে মাঠ ছাড়েন তিনি।

প্রসঙ্গত, প্রথম প্রস্তুতি ম্যাচে উইল পুকভস্কি মাথায় চোট পেয়ে কনকাশনের কারণে ছিটকে গিয়েছিলেন। এবার একই সমস্যায় গ্রিন। কুঁচকির চোটে টেস্ট সিরিজে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। একের পর এক চোট আঘাতে চিন্তায় রয়েছে অজি টিম ম্যানেজমেন্ট।

শেফিল্ড শিল্ডে দারুণ খেলার পর ভারতের এ দলের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি সহ দুটো উইকেট নিয়ে টেস্ট দলে ঢোকার দাবি জানিয়েছেন। চোট সরিয়ে উঠেছেন কিছুদিন আগেই। সেই কারণে বল হাতে চার ওভারের বেশি বল করছেন না। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ঢোকার প্রয়াস করছেন। শুরুতে শুভমান গিলকে আউটও করেন শুক্রবার। তবে দ্বিতীয় ইনিংসে বল করতে এসেই বিপত্তি।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment