Advertisment

Jay Shah: কারোর বেয়াড়াপনা সহ্য করবে না BCCI! ঈশানকে প্রকাশ্যেই এবার 'চাবুক মারলেন' জয় শাহ

BCCI secretary Jay Shah on Ishan Kishan saga: দক্ষিণ আফ্রিকা সফরে মানসিক অবসাদের কারণে টিম ইন্ডিয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন ঈশান। এরপরে আর টিম ইন্ডিয়ায় ফেরানো হয়নি তারকাকে। রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছিলেন, ঈশানকে টিম ইন্ডিয়ায় ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলেই প্রত্যাবর্তন করতে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan, IND vs AFG T20 Series, India T20 Squad

Ishan Kishan Dropped: কেরিয়ার সঙ্কটে ঈশান কিষানের (টুইটার)

Jay Shah-BCCI on Ishan Kishan: ঈশান কিষান ইস্যু দগদগে হয়ে ধরা দিয়েছে টিম ইন্ডিয়া অন্দরমহলে। তারকাকে আপাতত জাতীয় দলে সেট আপ থেকে ব্রাত্য করা হয়েছে। কয়েকদিন আগেই টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, ঈশানের জন্যই বোর্ডের নীতি আরও কড়া হচ্ছে। জাতীয় দলে খেলার জন্য প্রত্যেক ক্রিকেটারের জন্যই ঘরোয়া ক্রিকেট আবশ্যিক করা হচ্ছে। সেই বিষয়টিই এবার স্পষ্ট করলেন জয় শাহ।

Advertisment

বোর্ড সচিব জয় শাহ বুধবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া স্তরে লাল বলের ক্রিকেট খেলতেই হবে। কোনও ধরণের অজুহাত বরদাস্ত করা হবে না, এমনটাই জানিয়ে দিলেন তিনি। ঈশান কিষান ইস্যুতে উত্তাল হয়েছে টিম ইন্ডিয়া।

দক্ষিণ আফ্রিকা সফরে মানসিক অবসাদের কারণে টিম ইন্ডিয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন ঈশান। এরপরে আর টিম ইন্ডিয়ায় ফেরানো হয়নি তারকাকে। রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছিলেন, ঈশানকে টিম ইন্ডিয়ায় ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলেই প্রত্যাবর্তন করতে হবে। একাধিকবার দ্রাবিড়ের এমন বার্তার পরেও ঈশানকে চলতি রঞ্জিতে দেখা যায়নি ঝাড়খণ্ডের হয়ে।

আরও পড়ুন: এই ক্রিকেটারকে কেন সুযোগ টিম ইন্ডিয়ায়! ক্ষোভে-রাগে সরে গেলেন ঈশান কিষান

ঈশানের এমন আচরণে বিরক্ত হয়ে টিম ইন্ডিয়ার তরফে স্পষ্ট বার্তায় জানিয়ে দেওয়া হয়, এনসিএ-তে অথবা টিম ইন্ডিয়ার স্কোয়াডের বাইরে থাকা প্রত্যেক তারকাকেই ঘরোয়া ক্রিকেটে আবশ্যিকভাবে পারফর্ম করতে হবে।

আর বৃহস্পতিবার ভারত যেদিন রাজকোটে তৃতীয় টেস্টে খেলতে নামল, সেই সময়েই জয় শাহ এক ইভেন্টে বলে দেন, "যে ক্রিকেটাররা ঘরোয়া স্তরে লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন, তাঁদের ফোনে খেলতে বলা হয়েছে। এবার তাঁদের প্রত্যেককে চিঠির মাধ্যমে পুরো বিষয়টি অবহিত করা হবে।" সেই সঙ্গে বোর্ড সচিব আরও বলেন, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের বিষয়টি এনসিএ-র গাইডলাইন মেনে হবে।

জয় শাহ আরও বলেন, এনসিএ-র পরামর্শ প্রত্যেক ক্রিকেটারকে অনুসরণ করতে হবে। "যদি কোনও ক্রিকেটার ফিট না থাকে, তাহলে বিষয়টি আলাদা। তবে ফিট হওয়ার পরেও কোনও ক্রিকেটার যদি অংশগ্রহণ না করে, তাহলে কারোর খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না। সমস্ত কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের এই নিয়ম মেনে চলতেই হবে।"

বোর্ডের তরফে ব্যক্তিগত ছুটি সবসময়েই মঞ্জুর করা হবে। এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, কোনও ক্রিকেটার যদি ব্যক্তিগত কারণে ছুটি নিতে চান, তাহলে বোর্ড সহায়তার হাত বাড়িয়ে দেবে। সম্প্রতি বিরাট কোহলি পুরো ইংল্যান্ড সিরিজেই ছুটি নিয়েছেন। জয় শাহের বক্তব্য, ১৫ বছর জাতীয় দলে খেলা তারকার যদি ছুটি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তিনি ঠিক।

Indian Team Jay Shah Ishan Kishan BCCI Indian Cricket Team
Advertisment