Advertisment

ICC-তে পাকিস্তানের বাগড়া সত্ত্বেও সিংহাসনে জয় শাহ! গোটা ক্রিকেটবিশ্বই দাঁড়াল ভারতীয় কর্তার পাশে

Pakistan vote in Jay Shah ICC chairman election: আইসিসির ভোটাভুটিতে অনেক বাগড়া দেওয়ার চেষ্টা করে পাকিস্তান, তবে সফল হয়নি! ১৫ দেশের সমর্থন ছিল জয় শাহের জন্য, বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah as ICC chairman: আইসিসিতে পাক ক্রিকেট বোর্ডের সমর্থন পাননি জয় শাহ (টুইটার)

Jay Shah as ICC Chairman: আইসিসির সর্বময় কর্তা হিসাবে বসতে চলেছেন জয় শাহ। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষের পর আগামী নভেম্বরে আইসিসির চেয়ারম্যান হিসেবে অভিষেক ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেট কর্তার। আইসিসি রীতিমতো প্রেস বিবৃতি দিয়ে জয় শাহের রাজ্যভিষেকের কথা ঘোষণা করেছে।

Advertisment

আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে কয়েকদিন আগেই চেয়ারম্যান পদে আর থাকার বিরুদ্ধে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়ে যায় জয় শাহ-ই পরবর্তী আইসিসি চেয়ারম্যান কিনা, তা নিয়ে।

এমনিতে আগামী বছরের জয় শাহকে বিসিসিআইয়ের সংবিধান মেনে সরতেই গত। বাধ্যতামূলক জন বছর কুলিং অফ পিরিয়ডে যেতে হত তাঁকে। তবে আইসিসি চেয়ারম্যান হয়ে ক্রিকেট বিশ্বে রাশ নিজের হাতেই রেখে দিলেন তিনি। আগামী ছয় বছর দুটো টার্মে থাকতে পারেন তিনি আইসিসিতে। তারপর বিসিসিআইয়ে চাইলে তিনি ফিরতে পারেন কুলিং অফ পিরিয়ড শেষের পর।

এমনিতে আইসিসি চেয়ারম্যান পদের জন্য পূর্ণ সদস্যের ১৬ দেশের মধ্যে ৯টি ভোট প্রয়োজন হয়। একাধিক প্রচারমাধ্যমে জানা গিয়েছে জয় শাহকে ভোটাভুটিতে সমর্থন জানিয়েছে ১৫টি সদস্য দেশই। এমনিতে চেয়ারম্যান পদে জয় শাহ বাদে কেউই মনোনয়ন জমা দেয়নি। তারপর নিরঙ্কুশভাবে জয় ছিনিয়ে নিয়ে আইসিসির রাজ সিংহাসনে বসছেন তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে।

১৬ টি দেশের মধ্যে একটি দেশ ভোটাভুটিতে বিরত থেকেছিল। সেই দেশ হল পাকিস্তান। পিসিবি ছিল 'মিউট স্পেকটেটর'। অর্থাৎ ভোটাভুটিতে জয় শাহকে পুরো সমর্থনও নয় আবার বিরোধিতাও নয়। তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়া কোনও সমস্যাই হয়নি জয় শাহের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে। গোটা ক্রিকেট বিশ্বই যে দাঁড়িয়ে গিয়েছিল জয় শাহের পাশে।

জয় শাহ চেয়ারম্যান হতেই চাপ বেড়েছে পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ হিসেবে এবার দায়িত্ব প্রাপ্ত পাকিস্তান। তবে বিসিসিআইয়ের সচিব হয়ে জয় শাহ আগেই জানিয়েছিলেন, ভারতীয় দল কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। তবে ভারতের এই পলিসি নিয়ে নরমে-গরমে প্রতিক্রিয়া দিয়ে চলেছিলেন পিসিবি কর্তারা। এমনকি কোনওভাবেই এশিয়া কাপের মত হাইব্রিড মডেলে এই আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে না পাকিস্তান, এমন হুমকিও ভেসে এসেছিল। এবার জয় শাহ-ই খোদ আইসিসি চেয়ারম্যান হওয়ায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিশ বাও জলে। শেষমেশ নিজের দেশে আইসিসির মেগা ইভেন্ট আয়োজন করার জন্য জয় শাহেরই দ্বারস্থ হতে হবে পাক বোর্ডকে। এটা ভেবেই ঘুম উড়ছে পাকিস্তানের।

Jay Shah BCCI Pakistan Cricket Team ICC Pakistan Cricket
Advertisment