Advertisment

ICC Cricket World Cup 2019: এই যন্ত্রের মতোই তিনি, মাহি বন্দনায় সোশালের ট্রেন্ড #JCBKiKhudai

মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নেশা ধরিয়ে দিয়েছেন 'ওল্ড ওয়াইন' এমএস ধোনি। বাইশ গজ মুগ্ধ তাঁর ঝকঝকে সেঞ্চুরিতে। সেই পুরনো মেজাজের বিধ্বংসী মাহিকে পেয়ে ফ্যানেরা আর তাঁদের আবেগ ধরে রাখতে পারছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
JCB Ki Khudai and Dhoni Ki Dhulai', social media trend gets MSD makeover

এই যন্ত্রের মতোই তিনি, মাহি বন্দনায় সোশালের ট্রেন্ড #JCBKiKhudai

মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নেশা ধরিয়ে দিয়েছেন 'ওল্ড ওয়াইন' এমএস ধোনি। বাইশ গজ মুগ্ধ তাঁর ঝকঝকে সেঞ্চুরিতে। সেই পুরনো মেজাজের বিধ্বংসী মাহিকে পেয়ে ফ্যানেরা আর তাঁদের আবেগ ধরে রাখতে পারছেন না। মিমের বন্যা বয়ে যাচ্ছে সোশাল মিডিয়া আর টুইটারে। নেটিজেনরা বুঁদ হয়ে আছেন মাহির ৭৮ বলে ১১৩ রানের ইনিংসে। আটটি চার ও সাতটি ছয়ে নিজের মারকাটারি ইনিংস সাজান ধোনি। ফের একবার তাঁর ফ্যানেরা বলছেন 'মাহি মার রাহা হ্যায়'...

Advertisment

আর এসবের মাঝেই সোশাল মিডিয়ার সাম্প্রতিক এবং সবচেয়ে চর্চিত ট্রেন্ডের সঙ্গে যুক্ত হয়ে গেলেন ধোনি। #JCBkikhudai লিখেই সোশাল মিডিয়া যে কোনও ঘটনার ব্যাখ্যা দিচ্ছে মজার ছলে। কী এই জেসিবি কি খুদাই? জেসিবি-র পুরো মানে জোসেফ সিরিল ব্যামফোর্ড। লন্ডনের স্ট্যাফোর্ডশায়ারে অবস্থিত এই ব্রিটিশ বহুজাতিক সংস্থা মূলত খনন কার্যের জন্য ব্যবহৃত যন্ত্র তৈরি করে। কোনও কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া থেকে, খোদাই করা, বর্জ্য স্থানান্তরের মতো একাধিক কাজে ব্যবহৃত হয় জেসিবি-র ডিগার, বুলডোজার, লোডার, এক্সকেভেটরস এবং ব্যাকহোসের মতো যন্ত্রগুলি।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি, টুইটারের হাসিই থামছে না

ভারতেও অত্যন্ত জনপ্রিয় জেসিবি-র এই যন্ত্রগুলি। বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রায় সকলেই দেখেছে বললেও ভুল হয় না। জেসিবি-র একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সকলে #JCBkikhudai লিখেই পোস্ট দিচ্ছে। এবার ধোনির ফ্যানেরা বলছেন, " জেসিবি কি খুদাই অওর ধোনি কি ধুলাই"। যার মানে জেসিবি যেমন গুঁড়িয়ে দেয় তেমন ধোনির ব্যাটও বিপক্ষকে গুঁড়িয়ে ধ্বংস করে দেয়। কার্ডিফের ইনিংসের পরেই বিষয়টি ঝড় তুলে দিয়েছি। ফ্যানেদের মতে ভারতে মানুষ দু'টো জিনিসই দেখতে ভালবাসে। এক) জেসিবি-র খনন আর ধোনির মার।

MS DHONI India Cricket World Cup
Advertisment