Advertisment

Jemimah Rodrigues: চুটিয়ে ধর্মান্তরণের বিস্ফোরক অভিযোগ! টিম ইন্ডিয়ার তারকা বাদ দেশের সেরার সেরা ক্লাব থেকে

Jemimah Rodrigues Khar Gymkhana membership cancelled: জাতীয় দলের নামি তারকা জেমিমা রদ্রিগেজ। সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপেও অংশ নিয়েছেন। তিনিই এবার বিতর্কের কেন্দ্রে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jemimah Rodrigues

Jemimah-Rodrigues: বিতর্কের কেন্দ্রে জেমিমা রদ্রিগেজ (টুইটার)

Jemimah Rodrigues Khar Gymkhana membership cancelled: ভারতের অন্যতম প্রাচীন নামি ক্লাব খার জিমখানার সদস্যপদ বাতিল করা হল জেমিমা রদ্রিগেজকে। খার জিমখানার তরফে বলা হয়েছে, ক্লাবের বেশ কয়েকজন সদস্যের অভিযোগ ভেসে এসেছিল জেমিমা বাবা ইভানের উদ্দেশ্যে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ক্লাবের চত্বর ব্যবহার করে 'ভঙ্গুর' প্রকৃতির মানুষদের 'ধর্মান্তরণ'-এর প্রচেষ্টা করার।

Advertisment

রবিবারেই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জেমিমা এবং তাঁর পিতাকে টেক্সট এবং কল করা হলেও উত্তর পাওয়া যায়নি।

এই বিষয়ের সত্যতা কনফার্ম করে খার জিমখানার সভাপতি বিবেক দেবনানি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "জেমিমা রদ্রিগেজকে যে তিন বছরের সম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অক্টোবরের ২০ তারিখে যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সদস্যদের দ্বারা পাস করা রেজোলিউশন অনুযায়ী সদস্যপদ বাতিল করা হয়েছে।"

আসল কারণ জানালেন, খার জিমখানা ম্যানেজিং কমিটি মেম্বার শিভ মালহোত্রা। "আমরা জানতে পেরেছি জেমিমার পিতা ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রিস নামক এক ধর্মীয় সংঠনের সঙ্গে যুক্ত। ওঁরা ক্লাবের প্রেসিডেন্সিয়াল হল প্রায় দেড় বছর ধরে বুক করে ৩৫টি ইভেন্ট আয়োজন করেছিল। সেই ইভেন্টে কী হয়, সেটা আমরা সকলেই জানি!"

"আমরা গোটা দেশ জুড়েই ধর্মান্তকরণের বিষয়টি শুনে আসছি। এটা এখানে নাকের ডগাতেই হয়ে চলেছে। নাচাগানা, দুর্মূল্য মিউজিক যন্ত্রপাতি, বিগ স্ক্রিন সমেত ইভেজত আয়োজন করা হত। খার জিমখানার নিজস্ব সংবিধান অনুযায়ী, কোনও ধরণের ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুমতি দেয় না খার ক্লাব কর্তৃপক্ষ।"

খার জিমখানার প্রাক্তন প্রেসিডেন্ট নীতিন গাদকরি জানিয়েছেন, তাঁকে ক্লাবের অন্দরমহলে ধর্মীয় অনুষ্ঠান বিষয়ে ওয়াকিবহাল করেছিলেন একজন স্টাফ মেম্বার। "আমি, মালহোত্রা, এবং আরও কয়েকজন সদস্য মিলে গোটা বিষয়টি দেখতে গিয়েছিলাম। সেই সময় গোটা ঘর অন্ধকারে ভরা ছিল। গোটা ঘরে গমগম করছিল সম্মোহনী সঙ্গীত। একজন মহিলা বলে চলেছিলেন, তিনি আমাদের বাঁচাতে আসবেন। কীভাবে জিমখানা এসব বিষয়ে অনুমতি দেয়, সেটা ভেবেই অবাক হয়েছিলাম। আমরা প্রতিবাদ করেছিলাম। তারপরেই ঠিক হয় ওঁদের সদস্যপদ বাতিল করা হবে।"

২০২৩-এ খার জিমখানা কর্তৃপক্ষ জেমিমা রদ্রিগেজকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়ে ক্লাবের সুযোগ সুবিধা ব্যবহার করার অনুমতি দিয়েছিল।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Women Cricket religion mumbai Cricket News Mass Conversion Conversion
Advertisment