আইপিএলের মাঝপথেই এবার বাগযুদ্ধে জড়ালেন জিমি নিশাম এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া। শুরু করলেন আকাশ চোপড়া। যিনি সরাসরি জিমি নিশামকে বলে দিলেন, মোটেই ম্যাচ উইনার নন।
নিজের ইউটিউব ভিডিওয় আকাশ চোপড়া বলে দেন, "কিংস ইলেভেন বিদেশি পেসারের কোটায় জিমি নিশামকে খেলাচ্ছে, যে পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার- কোনো সময়েই বোলিং করে না। ও মোটেই ভালো মানের ফিনিশার নয়। আবার টপ ফাইভে ব্যাটও করতে পারে না। তাহলে শুধু শুধু কিংস ইলেভেন ওকে খেলাচ্ছে কেন? এমন একজনকে খেলানো হচ্ছে যে মোটেই ম্যাচ উইনার নয়।"
আরো পড়ুন: তারকা ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব আইপিএলে, টুর্নামেন্টের মাঝেই উত্তাল মরুদেশ
এমনটা জানিয়ে আকাশ চোপড়া আরো বলেন, "প্রথম বিষয় হল কিংস ইলেভেন মোটেই সঠিক এগারো মাঠে নামাচ্ছে না। কিংস ইলেভেনই একমাত্র দল যাদের স্কোয়াডে মুজিবের মত ক্রিকেটার থাকলেও নামানো হচ্ছে না।"
Averaging 18.5 striking at 90 doesn’t win many matches either ???????????????? https://t.co/qNmotRL0WT
— Jimmy Neesham (@JimmyNeesh) October 3, 2020
চোপড়ার বিশ্লেষণের পরেই পাল্টা দেন কিউয়ি তারকা। তিনি আকাশ চোপড়ার দুর্বল টি২০ পরিসংখ্যান নিয়ে খোঁচা দিয়ে টুইটারে লেখেন, "১৮.৫ গড় এবং ৯০ স্ট্রাইক রেট নিয়েও বেশি ম্যাচ জেতা যায়না।" দিল্লির প্রাক্তন এই ক্রিকেট তারকা প্রথম দুই আইপিএল সংস্করণে কেকেআর স্কোয়াডে ছিলেন। সেখানে ৭ ম্যাচে ৩৩৪ রান করেছিলেন। গড় ১৮.৫৫ এবং স্ট্রাইক রেট ৯১ এর সামান্য বেশি। সেই বিষয় নিয়েই নিশাম পাল্টা ঠুকেছেন।
তবে নিশামকে এখানেই ছাড়েননি আকাশ। তিনি আবার পালটা লেখেন, "সেই কারণেই এখন কোনো দল আমাকে আর নেয়না। তবে অন্য কাজের মাধ্যমে উপার্জন করে থাকি। আমার ক্রিকেট বিশ্লেষণ নিয়ে নয় বরং পরিসংখ্যান নিয়েই যে তোমার সমস্যা জেনে ভালো লাগছে।"
Correct my friend. That’s why nobody picks me anymore. I get paid for doing something else ???????? I’m glad that you don’t have an issue with my observations but with my cricket stats. Go well for the rest of the #IPL. https://t.co/FFuYAyFtMZ
— Aakash Chopra (@cricketaakash) October 3, 2020
সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় জিমি নিশাম। চলতি আইপিএলে দলের দ্বিতীয় ম্যাচ থেকেই খেলছেন তিনি। যে দুই ম্যাচে তিনি ছিলেন, সেই দুই ম্যাচেই হার হজম করেছে কিংস ইলেভেন। শেষ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৮ রান। ৪ ওভারের কোটায় খরচ করেছেন ৫২ রান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১ উইকেট নিলেও ৪০ রান বিলিয়েছেন। তবে ব্যাট করার সুযোগ পাননি।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন