বাইজ গজের প্রথম চার ব্য়াটসম্য়ানের মধ্যেই তিনি। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের সঙ্গে এক আসনেই উচ্চারিত হয় জো রুটের নাম। আর আট দিন পরেই রুটের সামনে মিশন অ্যাশেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্য়বাহী টেস্ট সিরিজে নামবেন তিনি।
রুটকে এখনও তাড়া করছে গত অ্য়াশেজের পারফরম্য়ান্স। সেবার পাঁচটি টেস্টেই অর্ধ-শতরান করেন তিনি। কিন্তু একবারও শতরানের দেখা পাননি তিনি। ৯ ইনিংসে ৪৯.০৩-এর গড়ে ৩৭৮ রান করেছিলেন তিনি। রুট চান এবার পঞ্চাশগুলোকে একশোতে বদলাতে। আর সেজন্য়ই তিনি ৪১টি টেস্ট সেঞ্চুরির মালিকের শরণাপন্ন হয়েছিলেন। চলতি বছর বিগ ব্য়াশ টি-২০ লিগে সিডনি থান্ডারের হয় খেলার সময় তিনি অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের কাছে টিপস চেয়েছিলেন। সেকথা রিকিই ফাঁস করলেন।
আরও পড়ুন: জো রুটদের জন্য় ট্রেসকথিককে নিয়ে আসছে ইসিবি
পন্টিংই জানান যে, রুট পঞ্চাশের পর আর ইনিংস দীর্ঘায়িত করতে না পারারই আক্ষেপ করেছিলেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক বলেন, "সমস্য়াটা ওর মানসিক। সেটা ও টপকাতে পারছে না। আমি ওকে বললাম ও যত বেশি এটা নিয়ে ভাববে, ওর মাথায় বিষয়টা চেপে বসবে। আমি নিশ্চিত ও প্রথম ৫০ রান অনায়াসে করার পর পরের ৫০ রানের জন্য় অনেক কষ্ট করে। কিন্তু বিষয়টা অন্য় ভাবেও ভাবা যেতে পারে। ও প্রথম ৫০ রান কষ্ট করে করুক। পরের ৫০ অনায়াসে চলে আসবে। কিন্তু ওকে বলেছি ওর শতরান আসতে বেশি দেরি নেই।"
আগামী পয়লা অগাস্ট এজবাস্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৪ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট, ২২ অগাস্ট থেকে হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ ও পঞ্চম টেস্ট যথাক্রমে ওল্ড ট্র্য়াফোর্ড (৪-৮ সেপ্টেম্বর) ও দ্য় ওভালে (১২-১৬ সেপ্টেম্বর)। ২০১৭-১৮ মরসুমে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে ইংল্য়ান্ডকে ৪-০ উড়িয়ে দিয়েছিল। জো রুটদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার পালা।