বেশ কয়েক বছর আগেও বাইশ গজে একটা শব্দ প্রচলিত ছিল। আধুনিক প্রজন্মের সেরা ক্রিকেটাদের মধ্যে চারজনকে বেছে নিয়ে বলা হত ‘বিগ ফোর’। এই লিগে ছিলেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্য়ান্ডের কেন উইলিয়ামসন। ইংল্যান্ড অধিনায়ক রুট নিঃসন্দেহে এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তাঁর ব্যাটের জাদুতে মোহিত ক্রিকেটবিশ্ব। এহেন রুট শুধু ব্যাটটাই ভাল করেন না, গিটারটাও বাজান বেশ। ইংল্যান্ড ড্রেসিংরুমে গিটার বাজিয়ে গান করে মাতিয়ে দিলেন তিনি।
জো রুটের ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কাকে। রুটের ব্রিটিশ বাহিনীই একমাত্র ইংল্যান্ড টিম হিসেবে উপমহাদেশের মাটিতে এই নজির গড়েছে। পাশাপাশি ৫৫ বছরে এই প্রথম তাঁরা বিদেশের মাটিতে তিন টেস্টের প্রতিটি ম্যাচ জিতল। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২১১ রানে হারানো ইংল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ৫৭ ও ৪২ রানে জয় পেয়েছে। সিরিজ জয়ের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে কোনও সুযোগ হাতছাড়া করলেন না রুট। তাঁর গিটারের সুরে নেচে উঠলেন স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস, আদিল রশিদ ও সাপোর্টিং স্টাফরা। ইংল্যান্ড ক্রিকেট সেই ভিডিও টুইট করেছে।
আরও পড়ুন: এক মাঠেই ১০০ উইকেট, বিদায়ী টেস্টে বিরল কৃতিত্ব হেরাথের
ইংল্যান্ড এবার পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে। আয়োজক দেশের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু। এরপর পাঁচ ম্যাচের ওয়ান-ডে ও তিনটি টি-২০ রয়েছে। আগামী ২৩ জানুয়ারি বার্বাডোজে প্রথম টেস্টে মুখোমুখি হবে এই দুই দল।