Ricky Ponting, Sachin Tendulkar, Joe Root: শচীন তেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারেন জো রুট। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন রিকি পন্টিং। ব্রিটেনের খেলোয়াড় রুট সম্প্রতি ১২,০০০ টেস্ট রানের সীমা অতিক্রম করেছেন। আর, টেস্ট ফরম্যাটে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক।
Advertisment
আর, তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন যে ইংল্যান্ডের জো রুটের মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। তিনি চাইলে ক্রিকেট আইকন শচীন তেন্ডুলকারের সর্বকালের সেরা টেস্ট রানের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন। ৩৩ বছর বয়সি রুট, পন্টিংয়ের ১৩,৩৭৮ রান থেকে মাত্র ১,৩৫১ রান দূরে। আর, তেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ড থেকে ৪,০০০ রান দূরে। চলতি মাসের শেষের দিকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। সেই সময় রুটের কাছে এই অসাধারণ মাইলফলকের কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে।
পন্টিং, 'দ্য আইসিসি রিভিউ'-এর সর্বশেষ পর্বে বক্তৃতা করে, রুটের এই ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন। তিনি জোর দিয়েছেন যে ইংলিশম্যান যদি তাঁর বর্তমান ফর্ম অব্যাহত রাখেন, তবে তিনি সত্যিই অভূতপূর্ব উচ্চতায় পৌঁছতে পারবেন। তেন্ডুলকারের বিশাল রানের সংখ্যাকে রুট ছাড়িয়ে যেতে পারেন কি না জানতে চাইলে পন্টিং মন্তব্য করেছেন, 'সম্ভবত ও এটা করতে পারে।'
Advertisment
এই ব্যাপারে পন্টিং বলেন, 'ওর বয়স এখন ৩৩ বছরের একটু বেশি। ও প্রায় ৩,০০০ রান পিছিয়ে আছে। এটা নির্ভর করবে যে ও কতগুলো টেস্ট ম্যাচ খেলবে, তার ওপর। যদি ওরা বছরে ১০ থেকে ১৪টি টেস্ট ম্যাচ খেলে আর ও যদি ৮০০ থেকে ১,০০০ রান করে, তবে ব্যাপারটা হতে পারে। বছর, তিন বা চার পর ৩৭ হয়ে যাবে। তখনও যদি ওর মধ্যে রানের খিদেটা থাকে, তবে করতেই পারে।'
Will Joe Root overtake Sachin Tendulkar to become the leading run-scorer in Tests? 🤔
সম্প্রতি নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ৩২তম টেস্ট সেঞ্চুরি করেন ডানহাতি রুট। গত বছরের শুরু থেকে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। যা, ধারাবাহিকভাবে ভালো শুরু করা এবং স্কোরকে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার উদাহরণ তৈরি করেছে।
পন্টিং রুটের অগ্রগতির উল্লেখ করে জানিয়েছেন যে, রুট তাঁর রান করার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই ব্যাপারে পন্টিং বলেছেন, 'ও এমন একজন যে, গত কয়েক বছরে আরও ভালো হয়ে উঠেছে। ব্যাটাররা তাঁদের ৩০-এর দশকের প্রথম দিকে পৌঁছনোর ব্যাপারে সর্বদা কথা বলে। আর, ও সেটা পৌঁছেছে। এই সময় স্কোরের ভালো হার অবশ্যই বড় ব্যাপার। চার বা পাঁচ বছর আগে, ও প্রচুর ৫০ রান করত। এখন হাফসেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরিও করছে। এটাই হল ওঁর সবচেয়ে বড় পরিবর্তন।'