করোনা নিয়ম লঙ্ঘন, সরাসরি দল থেকে বাদ আর্চার

সাউদম্পটনের প্রথম টেস্ট নির্বিঘ্নেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টের আগেই গন্ডগোল। ইসিবি জানিয়েছে, দলের বায়ো নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন জোফ্রে আর্চার।

সাউদম্পটনের প্রথম টেস্ট নির্বিঘ্নেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টের আগেই গন্ডগোল। ইসিবি জানিয়েছে, দলের বায়ো নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন জোফ্রে আর্চার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা নিয়ম ভেঙে দল থেকে এবার বাদ পড়লেন জোফ্রে আর্চার। বৃহস্পতিবারই ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। তবে সেই টেস্টের আগেই করোনার বায়ো প্রটোকল নিয়ম লঙ্ঘন করেছিলেন আর্চার। তারপরেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পাঁচদিন আইসোলেশনে রাখার পর আর্চারকে কোভিড পরীক্ষা দিতে হবে।

Advertisment

সাউদম্পটনের প্রথম টেস্ট নির্বিঘ্নেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টের আগেই গন্ডগোল। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, "দলের বায়ো নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় জোফ্রে আর্চারকে রেইজ দ্য ব্যাট সিরিজের দ্বিতীয় টেস্টের বাইরে রাখা হয়েছে। এরপরে আর্চার পাঁচদিনের আইসোলেশন পর্ব সেরে কোভিড টেস্ট করবেন। তারপর সেই রিপোর্ট নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন।"

ইসিবি বিবৃতিতে জানানো না হলেও নিজের কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ইংরেজ তারকা পেসার। তিনি বলেছেন, "যা করেছি তার জন্য গভীরভাবে দুঃখিত। কেবলমাত্র নিজেকেই নয়, গোটা দলকেই বিপদের সামনে দাঁড় করিয়েছি। নিজের কৃতকর্মের জন্য এই শাস্তি গ্রহণ করছি। বায়ো সিকিওর বাবলে থাকা প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি।"

Advertisment
ECB England