scorecardresearch

বড় খবর

স্মিথকে দেখে আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল: জোফ্রা আর্চার

চোটের জন্য় লর্ডস টেস্টে আর খেলা হবে না স্মিথের। মনে করা হচ্ছে লিডসে তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তাঁর বদলে মার্নাস লাবুশানে এসেছেন দলে। লাবুশনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হয়েছেন।

স্মিথকে দেখে আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল: জোফ্রা আর্চার
Jofra Archer opens mouth after Steve Smith collapsed

তাঁর মারাত্মক বাউন্সারেই মাঠে লুটিয়ে পড়েছিলেন স্টিভ ‌স্মিথ। দলের বাকিরা অজি ব্য়াটসম্য়ানের কাছে ছুটে এলেও জোফ্রা আর্চার কিন্তু আসেননি। আর এর জন্য়ই প্রাক্তন ক্রিকেটারদের একাংশ ব্রিটিশ পেসারকে এক হাত নিয়েছিলেন।

 

প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার শোয়েব আখতারও টুইট করে জানিয়েছিলেন যে, আর্চারের সৌজন্য়বোধ নেই। স্মিথকে বাউন্সার দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন আর্চার।

আরও পড়ুন: আর্চারকে এক হাত নিলেন আখতার, বললেন ব্রিটিশ পেসারের সৌজন্য়বোধ নেই

বলতে গেলে লর্ডসে ভাগ্য়ের জোরেই বেঁচে গিয়েছেন স্মিথ। ঘণ্টায় ১৪৮.৭ কিলোমিটার বেগে আর্চার বাউন্সারে দিয়েছিলেন স্মিথকে। বলের আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন অজি ক্য়াপ্টেন।এই ঘটনার পর আর্চার বললেন, “স্মিথকে বাউন্সার দিয়ে আহত করার পরিকল্পনা ছিল না আমাদের। আমরা দ্রুত উইকেট তুলতে চেয়েছিলাম। স্মিথ যখন ওভাবে পড়ে গিয়েছিল, ওকে দেখেই আমাদের সবার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। ওকে যখন উঠে দাঁড়াল আমরা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এটা কেউই দেখতে চায় না, স্ট্রেচারে করে কোনও প্লেয়ার মাঠ ছাড়ুছে। এটা ভাল একটা চ্য়ালেঞ্জ ছিল। দুর্দান্ত স্পেল ছিল। কিন্তু আমি কখনও এরকম পরিণতি দেখতে চাই না।”

আরও পড়ুন: টেস্টের ইতিহাসে প্রথম বদলি, স্মিথের জায়গায় খেলবেন লাবুশানে

চোটের জন্য় লর্ডস টেস্টে আর খেলা হবে না স্মিথের। মনে করা হচ্ছে লিডসে তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তাঁর বদলে মার্নাস লাবুশানে এসেছেন দলে। লাবুশনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Jofra archer opens mouth after steve smith collapsed132803