Advertisment

Jofra Archer on Team India win: ভারত ভাগ্যবান বলে জিতল! অভিষেকের ব্যাটে কচুকাটা হয়েও ইন্ডিয়াকে বিদ্রুপ আর্চারের

Jofra Archer on Team India win: ভারতের ভাগ্য সহায় ছিল। পরবর্তী ম্যাচেই ৪০-৬ স্কোরলাইন হতেই পারে। এমনটাই বলে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England

India vs England: প্ৰথম ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড (ইংল্যান্ড ক্রিকেট)

Jofra Archer on Team India win: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের ৭ উইকেটে সহজ জয়ের পরও ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার ভারতের ব্যাটারদের 'ভাগ্যবান' বলে মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে দিলেন। তার মতে, ইংল্যান্ডের বোলাররা ভারতীয় ব্যাটারদের ভালো চাপে ফেলতে পেরেছিলেন, তবে ভাগ্য তাদের সহায় ছিল।

Advertisment

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, আর্চার বলেছেন, "ভারতীয় ব্যাটাররা অত্যন্ত ভাগ্যবান ছিল। আমরা কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারিনি, যা আমাদের জন্য হতাশাজনক। হয়তো পরবর্তী ম্যাচে ওঁরা ৪০/৬ হয়ে যেতে পারে।"

এই মন্তব্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের বোলাররা ভারতের টপ অর্ডারের কাছে বেধড়ক মার হজম করার পরেও এমন মন্তব্য অনভিপ্রেত।

ভারতের কাছে টার্গেট ছিল মাত্র ১৩৩ রানের। শুরুতে জোফরা আর্চার বাদে কেউই ভারতীয় ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেননি। অভিষেক শর্মা একাই ইংরেজ বোলারদের ছন্নছাড়া করে দেন। ভারত ৪৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। তার আগে অর্শদীপ সিং ওপেনিং স্পেলে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার পর মাঝের ওভারে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ওপর ধ্বংসলীলা চালিয়ে যান। তাঁকে যোগ্য সহায়তা করেন অক্ষর প্যাটেল এবং রবি বিশ্নোই।

Advertisment

তবে এর পরেও দমে যাচ্ছেন না আর্চার। বলে দিয়েছেন, ভারতের ব্যাটারদের কয়েকটা ম্যাচ মিস না হলে ভারত ধসে যেতে পারত। ভারতীয় ব্যাটাররা ভাগ্যবান ছিল।

নিজেদের পরাজয় নিয়ে স্পিডস্টারের বক্তব্য, "শুরু থেকেই প্রচেষ্টা জারি রাখতে হবে। পাওয়ার প্লেতে তিন/চার উইকেট পড়ে গেলে ব্যাটিং করা দল সাধারণত মাঝের ওভারে অন্যান্যভাবে ব্যাটিং করে। তাই প্রচেষ্টা করলে জয়ের সম্ভাবনা থাকে, এমন অবস্থায়। পরের ম্যাচেও আমরা প্রচেষ্টা জারি রাখব।"

England Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment