/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/johnson-charles.jpg)
ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০-তে চার-ছক্কার বন্যা বয়ে গেল। সেঞ্চুরিয়নে টি২০ ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম শতরান করে গেলেন জনসন চার্লস। ৩৯ বলে সেঞ্চুরি করে প্রোটিয়াজ বোলারদের একাই ধ্বংস করে দিলেন চার্লস।
ব্রেন্ডন কিং আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন চার্লস। তারপর ক্যারিবিয়ান ইনিংসকে ঝড়ের গতিতে এগিয়ে দেন। ১১ ওভার বাউন্ডারি, ১০ বাউন্ডারিতে তান্ডব চালালেন ক্যারিবীয় তারকা।
৪৬ বলে শেষমেশ তিনি করে গেলেন ১১৮ রান। মার্কো জ্যানসেনের বলে আউট হওয়ার আগে কেরিয়ারের সেরা ইনিংস খেলে গেলেন তিনি। চার্লসের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলল ২৫৮ রান।
আরও পড়ুন: ডিভোর্স কেস শেষ হয়নি, ফের বিয়ে করতে পারেন! আয়েশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিষ্ফোরক ধাওয়ান
দ্রুততম টি২০ শতরান করার নিরিখে চার্লস আপাতত যুগ্ম দ্বিতীয় দ্রুততম। দ্রুততম শতরান করেছেন ডেভিড মিলার, রোহিত শর্মা এবং সুদেশ বিক্রমাশেখারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনিই আপাতত দ্রুততম টি২০ শতরানের মালিক। ক্রিস গেইল হান্ড্রেড করেছিলেন ৪৬ করে। সেই রেকর্ড সেঞ্চুরিয়নে ভেঙে দিলেন চার্লস।
চার্লসের সঙ্গেই ক্যারিবিয়ানদের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন কাইল মায়ের্স (২৭ বলে ৫১), শেফার্ড (১৮ বলে ৪১) এবং রভম্যান পাওয়েল (১৯ বলে ২৮)।
রানের পাহাড় তুলেও অবশ্য শেষরক্ষা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা বিশাল রান তাড়া করল হাতে ৭ বল এবং ৬ উইকেট নিয়ে। প্রোটিয়াজদের দুর্ধর্ষ রান তাড়া করে জেতালেন কুইন্টন ডিকক। চার্লসের ৩৯ বলে শতরানের পাল্টা দিয়ে যিনি তিন অংকের রানে পৌঁছলেন মাত্র ৪৩ বলে।
What a win! 💥
South Africa have pulled off an incredible heist in Centurion 🔥#SAvWI | https://t.co/XyxteYowInpic.twitter.com/MLP3tE21WO— ICC (@ICC) March 26, 2023
রেমন রাইফারের বলে ৪৪ বলে ১০০ করে ফেরেন ডিকক। প্ৰথম জুটিতেই ১৫২ তুলে ফেলেছিল প্রোটিয়াজ ওপেনাররা। অন্য ওপেনার রেজা হেন্দ্রিক্স ২৮ বলে ৬৮ রানের বিস্ফোরণ ঘটিয়ে যান। শেষদিকে জয়ে পৌঁছে দেন আইডেন মারক্রাম (২১ বলে ৩৮) এবং হেনরিখ ক্লাসেন (৭ বলে ১৬)।
টি২০-তে দ্রুততম শতরান:
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) ৩৫ বলে শতরান (প্রতিপক্ষ বাংলাদেশ)
রোহিত শর্মা (ভারত) ৩৫ বলে শতরান (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)
সুদেশ বিক্রমাশেখেরা (চেক প্রজাতন্ত্র) ৩৫ বলে শতরান (প্রতিপক্ষ তুরস্ক)
শিবকুমার পেরিয়ালওয়ার (রোমানিয়া) ৩৯ বলে শতরান (প্রতিপক্ষ তুরস্ক)
জিশান কুকিখেল (হাঙ্গেরি) ৩৯ বলে শতরান (প্রতিপক্ষ অস্ট্রিয়া)
জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ৩৯ বলে শতরান (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)