AUS vs ENG: অস্ট্রেলিয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা করেছে রেকর্ড-ভাঙা রান তাড়া করে। ইংল্যান্ডকে হতবাক করে দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। ইংল্যান্ড এই মাসের শুরুতে ভারত সফরের পর থেকে শনিবার টানা চতুর্থ ওয়ানডে পরাজয়ের শিকার হল।
উইকেট-কিপার জোশ ইংলিসের আগুন ঝরা সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়া ৩৫২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়ে। যদিও তারা টুর্নামেন্টে অংশ নিয়েছিল দলগত সীমাবদ্ধতা নিয়ে। ইংলিশ প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে শেষমেশ ৮৬ বলে অপরাজিত ১২০ রান করে যান।
আর অস্ট্রেলিয়া ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা অর্জন করে নেয়। ক্যাপ্টেন স্টিভ স্মিথের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর, ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ রানের নেতৃত্বে দৃঢ় ব্যাটিং প্রদর্শন করে যায় ইংল্যান্ড। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের গড়া একক সর্বোচ্চ স্কোর ছিল। তবে হারের পর বেন ডাকেট ও ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার শিশিরের কন্ডিশনকে হারের জন্য দায়ী করেন।
বাটলার বলেন, "একটি অসাধারণ ম্যাচ হল। দুই দলই ভালো খেলেছে। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। ইংলিসের ইনিংসটি দারুণ ছিল মানতেই হবে। ৩৫০ রান যথেষ্ট ভালো স্কোর। তবে ভেজা মাঠ ও শিশির আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।"
টসের বিষয়ে তিনি বলেন, "আমি হলেও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। শিশির পড়বে কিনা তা ৫০-৫০ ছিল, আমরা পিচের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করতাম। আমরা কোনো গোপনীয়তা রাখিনি, আমাদের সেটআপে আমরা আত্মবিশ্বাসী। দল ভালো অবস্থায় রয়েছে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময়ই একটি বড় ঘটনা।"
ডাকেটও ম্যাচে হারের পিছনে ভিজে কন্ডিশনকে দায়ী করেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, "৩৫০ রান তাড়া করা যে কোনো দলের জন্যই প্রশংসনীয়। মাঝখানে ওঁরা সত্যিই ভালো খেলেছে। সত্যি বলতে, আমরা মাত্র এক-দুই উইকেট দূরে ছিলাম জয় থেকে। ফিল্ডিং করার সময় আমরা আমাদের বোলিং লাইন ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল উইকেটে আমরা কিছুটা অতিরিক্ত কাট করছি।"
"আমি স্টাম্পগুলিকে লক্ষ্য রাখার কথা বলেছিলাম। এখানে হেঁটে দেখলেই বোঝা যেত। পরিস্থিতি সহজ হয়ে গিয়েছিল। আর আমাদের ইনিংসের শেষদিকে ছক্কা মারাও অসম্ভব মনে হচ্ছিল। যখন জোস, লিভি (লিয়াম লিভিংস্টন)রা এল, তখন পরিস্থিতি স্পষ্টই বদলে গিয়েছিল।"