/indian-express-bangla/media/media_files/2025/03/01/axO1tELuKi5Jogo3RqMO.jpg)
Jos Buttler: ইংল্যান্ডের সদ্যপ্রাক্তন অধিনায়ক। (ছবি- স্ক্রিনগ্যাব)
English Cricket Team: জস বাটলার ইংল্যান্ডের হোয়াইট-বল (ODI ও T20I) অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলেন। তাঁর দল ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন বাটলার। শনিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের শেষ লিগ ম্যাচের আগে বাটলার তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয়ের পর, লাহোরে আফগানিস্তানের কাছে দুরমুশ হয়েছে ইংল্যান্ড। ইব্রাহিম জাদরানের অসাধারণ ১৭৭ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান ৩২৫ রান তুলেছিল। ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে পরাজিত করেছে আফগানিস্তান। এই পরাজয় বাটলারের অধিনায়কত্বে ইংল্যান্ডের টানা সপ্তম হার। এই হারের পর্ব ভারতের বিরুদ্ধে গত মাসের সিরিজ থেকে শুরু হয়েছিল। সেখানে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ এবং ৪-১ ব্যবধানে টি২০ (T20I) সিরিজ হেরেছিল।
এউইন মরগানের অবসরের পর বাটলার যখন পুরো সময়ের জন্য ইংল্যান্ডের হোয়াইট-বল অধিনায়ক, তখন তাঁর নেতৃত্বে দল ২০২২ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ জিতেছিল। তবে, পরবর্তী তিনটি আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ড ব্যর্থ হয়েছে। তারমধ্যে২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতেছে, ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের কাছে সেমিফাইনালে হেরেছে এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড।
BREAKING: Jos Buttler has stood down as England white-ball captain, following his side's Champions Trophy exit 🚨 pic.twitter.com/BQ5yiy4yTa
— Sky Sports Cricket (@SkyCricket) February 28, 2025
পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে বাটলার এক প্রেস কনফারেন্সে বলেছেন, 'এটিই আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, নতুন কেউ এসে ব্রেন্ডন ম্যাককালামের (সাদা বলের প্রধান কোচ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দলকে পুনরায় সঠিক পথে নিয়ে যেতে পারবে। এই টুর্নামেন্ট আমার অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। ম্যাককালামের সঙ্গে কাজ করার জন্য আমি উদগ্রীব ছিলাম। আশা ছিল, দ্রুত দলে পরিবর্তন আনতে পারব, কিন্তু তা সম্ভব হয়নি। তাই মনে হচ্ছে এখন সরে দাঁড়ানোই দলের জন্যও সঠিক সিদ্ধান্ত।'
আরও পড়ুন- আউট করেও আউট নিল না অস্ট্রেলিয়া! আফগানিস্তান ম্যাচে বড় সিদ্ধান্ত স্টিভ স্মিথের
বাটলার ৪৩টি ওডিআই ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ১৮টিতে জিতেছেন। ২৫টিতে হেরেছেন। টি২০-তে তিনি ৫১ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন, যা মরগানের (৭২) পরেই দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড টি২০-তে ২৬ ম্যাচে জিতেছে ও ২২ ম্যাচে হেরেছে।