Jos Buttler on Team India concussion substitute: ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার চতুর্থ টি-টোয়েন্টিতে পুণেতে ভারতের কাছে পরাজয়ের পর ম্যাচ রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন বিস্ফোরকভাবে। পুনেতে জয়ে ভারত ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল। সিরিজ জয় সম্পন্ন হয়ে গেল শুক্রবারেই।
কনকাশন আক্রান্ত অলরাউন্ডার শিভম দুবের পরিবর্তে পেসার হর্ষিত রানাকে অভিষেকের সুযোগ দেওয়ার পর থেকেই বাটলার অসন্তোষ জানাতে থাকেন। দুবে এবং রানা দুজনেই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় অবদান রাখেন, যা ইংল্যান্ডকে ১৮২ রানের লক্ষ্যে ১৫ রানে পিছিয়ে দেয়। শুরুর দিকের ব্যাটিং বিপর্যয়ের পর, সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামা দুবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন এবং ৩৪ বলে ৫৩ রান করেন।
ভারতের ইনিংসের শেষদিকে জেমি ওভারটনের শর্ট বল তার মাথায় আছড়ে পড়ার পর তিনি কনকাশনে আক্রান্ত হন। অদ্ভুতভাবে, রানাকে তাঁর পরিবর্তে কনকাশন বদলি হিসেবে নামানো হয়, যদিও তিনি মূলত একজন পেস বোলার। এতেই এই সিদ্ধান্তের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
"এটি একদমই ‘লাইক-ফর-লাইক’ বদলি নয়। আমরা এটি মেনে নিতে পারছি না," ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাটলার বলে দেন। রানার অন্তর্ভুক্তি ইংল্যান্ডের জন্য তফাৎ গড়ে দেয়। নিজের প্রথম ওভারেই লিয়াম লিভিংস্টোনকে আউট করেন কেকেআর স্পিডস্টার। পরে জ্যাকব বেথেল এবং জেমি ওভারটনকে ফিরিয়ে চার ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে অভিষেক ম্যাচ শেষ করেন তিনি।
বাটলার এই সিদ্ধান্ত একদমই মেনে নিতে পারছেন না। বলে দিয়েছেন, "শিভম দুবে বল হাতে ২৫ মাইল বেগ বাড়িয়ে ফেলেছে, অথবা হর্ষিত তার ব্যাটিংয়ে অসাধারণ উন্নতি করেছে! এটি খেলারই অংশ, এবং আমাদের অবশ্যই ম্যাচটি জেতা উচিত ছিল, কিন্তু আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই,"। ফুঁসতে ফুঁসতে বলে দিয়েছেন বাটলার।
এখানেই না থেমে ইংরেজ অধিনায়ক আরও বলে দেন, "আমাদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। যখন আমি ব্যাটিংয়ে নামছিলাম, তখন ভাবছিলাম— হর্ষিত কার বদলে খেলছে? তারা বলল সে কনকাশন বদলি, যা আমি স্পষ্টভাবে মেনে নিতে পারিনি। এটি একদমই ‘লাইক-ফর-লাইক’ বদলি নয়। ওঁরা বলল যে ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কোনও বক্তব্য নেওয়া হয়নি, বা কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তবে আমরা জাভাগল [শ্রীনাথ]-এর সঙ্গে কথা বলব কিছু বিষয় স্পষ্ট হওয়ার জন্য।"
"আমি আগেই বলেছি, এটি আমাদের পরাজয়ের একমাত্র কারণ নয়। আমরা ম্যাচ জেতার সুযোগ পেয়েছিলাম এবং সেটি নিতে পারিনি। তবে আমি এ বিষয়ে আরও পরিষ্কার ব্যাখ্যা চাই।" রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।