Jose Molina Mohun Bagan Coach: প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুরের বিরুদ্ধে ২-১ গোলে পিছিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। তবে দলের এই পারফরম্য়ান্স নিয়ে একেবারে হতাশ নন বাগানের হেডস্যার হোসে মলিনা। তিনি এখনও বিশ্বাস করেন, আগামী সোমবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে (ISL 2024-25) মেরিনার্সরা দুর্দান্ত কামব্যাক করবে। আর সেই ম্য়াচের জন্য সমর্থকদের পাশাপাশি বাগান কোচও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, আগামী সোমবার (৭ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট কামব্যাক করতে পারবে বলে আশা করছেন সমর্থকরা। কোচ হোসে মলিনা বললেন, 'ঘরের মাঠে ম্যাচ থাকলে আমরা বরাবরই অ্যাডভান্টেজ পাই। মনের আনন্দে খেলতে পারি। ৫০-৬০ হাজার সমর্থকদের সামনে খেলতে নামলে আমরা আলাদা অনুপ্রেরণা পাই। আশা করছি, পরের ম্য়াচে আমরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'
লড়াই সহজ নয়: মোহনবাগান কোচ
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্টে আমরা যে পর্যায়ে রয়েছি, সেখানে যথেষ্ট চাপ থাকে। লড়াই একেবারে সহজ হয় না। জামশেদপুর তিন গোলের ব্যবধানে জিতলে আমাদের সামনে কাজটা অনেক কঠিন হয়ে যেত। পরের ম্য়াচে আমাদের রণকৌশল একেবারে বদলাচ্ছে না। আরও ভাল খেলার চেষ্টা করব। সল্টলেকে আমাদের থেকে একেবারে অন্য খেলা দেখতে পাবেন।'
তবে মলিনার আক্ষেপ একটা জায়গাতেই। গত ম্য়াচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান গোল করার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু, সেগুলোর একটাও তারা কাজে লাগাতে পারেনি। মলিনার কথায়, এগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে মোহনবাগান অবশ্যই এই ম্য়াচে ৩-১ গোলে জিততে পারত। দ্বিতীয় লেগে কী নিজেদের ভুলভ্রান্তিগুলো শুধরে মাঠে নামতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড? সেটা আপাতত সময়ই বলতে পারবে।