English Spin Bowler, Josh Baker: মাত্র ২০ বছর বয়সে প্রয়াত হলেন ওরচেস্টারশায়ারের তরুণ বাঁ হাতি বোলার জস বেকার। চলতি সিজনেই কাউন্টি ক্রিকেটে দুটো ম্যাচে অংশ নিয়েছিলেন। বুধবারই তিনি ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সমারসেটের বিপক্ষে ব্রমসগ্রোভ স্কুলে। সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে বেকার তিন উইকেট-ও দখল করেন ৬৬ রানের বিনিময়ে। তারপরে যথারীতি হোটেলে ফিরেছিলেন। তবে রাত থেকেই সতীর্থের ফোনে সাড়া দিচ্ছিলেন না। এরপরে বেকারের এক বন্ধু তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্ৰথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১-এ। সমস্ত ফরম্যাট মিলিয়ে ৪৭ ম্যাচ-ও খেলেন। উইকেট নিয়েছেন ৭০টি। জন্ম রেদিচে। নিউ রোড দলের হয়ে খেলে উত্থান। ইংল্যান্ডের অনুর্ধ্ব-১৯ পর্যায়েও অংশ নিয়েছেন। গত বছর তিন বছরের চুক্তিতে সই করেন। পিঠের ইনজুরি থেকে ফিরে এসে ২০২২-এ ওরচেস্টারশায়ারের হয়ে পাঁচ ম্যাচ খেলে দলকে চ্যাম্পিয়ন ডিভিশন টু থেকে কাউন্টির প্ৰথম পর্যায়ে প্রমোশন ঘটাতে সাহায্য করেন। তাঁর মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
"স্পিন বোলারদের স্কিলের থেকেও জসের অদম্য মানসিকতা, প্রাণবন্ততা ওঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। ওঁর দয়ালু মানসিকতা, পেশাদারিত্ব অসাধারণ ছিল। আমাদের দলের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিল।"
ইংল্যান্ডের হয়ে খেলা তারকা স্পিনার এশলে জাইলস বর্তমানে ওরচেস্টারশায়ারের প্রধান কার্যনির্বাহী। তিনি ব্যক্তিগত পর্যায়ে দুঃখপ্রকাশ করেছেন, "জোশের মৃত্যু সংবাদ আমাদের সকলকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ একজন সতীর্থের চেয়ে অনেক বেশি ছিল আমাদের কাছে। ও আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আমরা সবাই ওঁকে ভয়ানকভাবে মিস করব। আমাদের সমস্ত ভালবাসা এবং প্রার্থনা জোশের পরিবার এবং বন্ধুদের জন্য থাকছে।"
২০২২-এ ডারহাম বনাম ওরচেস্টারশায়ার ম্যাচ বেন স্টোকসের এক ওভারে জস ৩৪ রান নেন। পরে স্টোকস বেকারকে হোয়াটসএপে বার্তা পাঠান। বলে দেন, "এদিনের তোমার পারফরম্যান্স যেন গোটা সিজন জুড়ে খেলতে পারো। ওঁর বড় সম্ভাবনা রয়েছে। মনে হয় তুমি অনেক দূর এগোবে।” এরপরে স্টোকস আরও যোগ করেন, “সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল তোমার ড্রেসিংরুমের ছেলেদের পাশে তুমি সবসময় থাকবে। এই বার্তা এমন একজনের কাছ থেকে এসেছে যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমাকে মুগ্ধ করেছিল।"
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছেন, বেকারের মৃত্যু সংবাদ পেয়ে তাঁরা মর্মাহত। সমবেদনা জানিয়েছেন, ইসিবির পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি-ও।