এটিকে মোহনবাগানে ফের আবির্ভাব ঘটল স্প্যানিশ কোচের। সিনিয়র দলের দায়িত্বে যেমন হুয়ান ফেরান্দো, তেমন যুব দলের হেড কোচ হয়ে সবুজ মেরুন সংসারে নাম লেখালেন জোসেফ রোমা গিবার্ট। বিশ্বের একাধিক দেশে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা গিবার্ট এটিকে মোহনবাগানের অনুর্দ্ধ-১৩ এবং অনুর্দ্ধ-১৫ দলের প্রধান কোচ হচ্ছেন।
বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবের অনুর্দ্ধ-১৩ দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অতীতে বার্সেলোনার নামি ক্লাব এস্প্যানিওলের যুব দলের কোচিংও করিয়েছেন। রয়েছে উয়েফার এ লাইসেন্স। প্রায় দু-দশক ধরে বিশ্ববিদ্যালয় এবং যুব পর্যায়ে কোচিং করাচ্ছেন তিনি।
আরও পড়ুন: আতলেতিকোয় লা লিগা চ্যাম্পিয়ন! নেইমারের এই বাল্য বন্ধুর জন্য ISL ইতিহাসে সবথেকে দামি চুক্তি
বহু তারকা ফুটবলারের কেরিয়ার শুরু হয়েছে তাঁর প্রশিক্ষণে। ইলাইক্স মারিবা, কুকারেলা, সের্জিও গোমেজ, আরাউ টেনাসের মত তারকাদের উত্থান তাঁর হাত ধরে। এটিকে মোহনবাগানের যুব দলকে এবার ঢেলে সাজানো হচ্ছে। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার কাজ প্রায় শেষ পর্যায়ে। ফেরান্দো এবং জোসেফ বাছবেন চূড়ান্ত স্কোয়াড। সিনিয়র দলের মতই মহাদেশীয় কিংবা দেশীয় স্তরে বাগানের যুবরা যাতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে পারে। সেটাই আপাতত পাখির চোখ বাগান কর্তাদের।
আরও পড়ুন: ইস্ট-মোহনের ‘বহু যুদ্ধের ঘোড়ার’ দিকে হাত চেন্নাইয়িনের! দক্ষিণী ক্লাব যেন মিনি বঙ্গ-ব্রিগেড
এটিকে মোহনবাগান শিবির যে এবার যুব দলের পরিকাঠামো খোলনলচে বদলাতে চাইছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল হুয়ান ফেরান্দোকে যুব দলের ট্রায়াল শিবিরে হাজির করানোয়। কোচ ফেরান্দো যুব ফুটবলারদের সরাসরি বাছাই করেছেন।
হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন খুব পরিষ্কার। দলের যুব ফুটবলাররা যাতে নিজেদের মেজে ঘঁষে নিয়ে সিনিয়র দলে আত্মপ্রকাশ করতে পারে, সেটাই চাইছেন তিনি। তিনি কিয়ান নাসিরি, আশিস রাই, আর্শ আনোয়ার শেখদের আরও সুযোগ দিতে চান সিনিয়র দলে। গত রবিবারই এটিকে মোহনবাগানের তরফে রবি রানা, অভিষেক সূর্যবংশীদের মত যুব দল থেকে উঠে আসা প্ররিভাবান তারকাদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা ধরেই এগোতে চাইছেন কোচ হুয়ান ফেরান্দো।