আসন্ন মরসুমে ফেরান্দোই সবুজ মেরুনের কোচ থাকছেন। জানিয়ে দেওয়া হল এটিকে এমবি-র তরফে। আসন্ন এএফসি কাপ এবং ২০২২-২৩ মরশুমে কোচ হিসাবে হুয়ান ফেরান্দোর উপরই আস্থা রাখল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। স্প্যানিশ কোচের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন চুক্তি চূড়ান্ত হল বৃহস্পতিবার। ফেরান্দোর উপর সবুজ মেরুন শিবিরের আস্থা রাখার প্রধান কারণ তাঁর পারফরম্যান্স। এমনটাই বলা হচ্ছে।
সদ্য শেষ হওয়া আইএসএলের মাঝপর্বে কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেরান্দো। তাঁর কোচিংয়ে রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা মোট ১৬ টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাত্র দুটি ম্যাচে হার হজম করতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে।
আরও পড়ুন: CSK-র নেতৃত্ব ছাড়লেন ধোনি, নয়া ক্যাপ্টেন বেছে নিলেন নিজেই
১২ এপ্রিল যুবভারতীতে এ এফ সি কাপের ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের। সেই ম্যাচের জন্য পয়লা এপ্রিল থেকে প্রস্তুতি শুরু হবে যুবভারতী সংলগ্ন প্র্যাক্টিস মাঠে। এএফসিতে এখনও তিরি, শুভাশিস বসুদের প্রতিদ্বন্বী কে হবে তা ঠিক না হলেও ওই ম্যাচ গ্যালারিতে বসে হয়তো দেখতে পাবেন মেরিনার্সরা।
নতুন মরশুমেও তাঁর উপর ফের আস্থা রাখার জন্য ক্লাবের অন্যতম শীর্ষকর্তা সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ফেরান্দো। বলেছেন, “গত মরশুমে আমার কাজকে সম্মান দিয়ে আস্থা রাখার জন্য দলের প্রধান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। গত মরশুমের পর্যালোচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গোয়েক্কার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। ওঁর ক্লাব নিয়ে লক্ষ্যের সঙ্গে আমার ভাবনাও মিলে গিয়েছে।"
"আইএসএল মরশুমে শেষ হওয়ার পর আমরা প্রতিটি মিনিট গুনছি, কবে যুবভারতীতে ফের খেলতে নামব, সেটা ভেবে মেরিনার্সদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি আমরা।"