ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর গা ঝাড়া দিয়ে উঠেছে টিম ইন্ডিয়া। শুক্রবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অজিদের মাটি ধরিয়ে দিয়েছে বিরাট এন্ড কোম্পানি। কিন্তু এই ম্যাচে বিতর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। কনকাসান সাবস্টিটিউট নিয়ে নিজের আপত্তি জানান ল্যাঙ্গার। অজি কোচের আচরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিন ব্যাট করতে নেমে চোট পান জাদেজা। সেই চোট কতটা গুরুতর ছিল তা প্রশ্নের বিষয়। কিন্তু তাঁর চোটের কারণে কনকাসান সাব হিসাবে চাহালকে চাহালকে নামায় ভারত। তাও আবার অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। স্বাভাবিক ভাবেই একজন অতিরিক্ত বোলার পেয়ে যায়। যা নিয়ে আপত্তি জানান ল্যাঙ্গার। জাদেজার হেলমেটে স্টার্কের দুরন্ত গতির বাউন্সার লাগে। এরপরই বিসিসিআই জানায়, মাথায় চোট লাগায় চাহালকে কনকাসান সাব হিসাবে নামানো হবে দ্বিতীয় ইনিংসে। জাদেজা বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।
UPDATE: Ravindra Jadeja was hit on the helmet in the final over of the first innings of the first T20I.
Yuzvendra Chahal will take the field in the 2nd innings as a concussion substitute. Jadeja is currently being assessed by the BCCI Medical Team. #TeamIndia #AUSvIND pic.twitter.com/tdzZrHpA1H
— BCCI (@BCCI) December 4, 2020
আরও পড়ুন ব্যাটে-বলে বাজিমাত বিরাট বাহিনীর, প্রথম টি২০ ম্যাচে অজি-বধ ভারতের
এরপরই বিতর্কের সূত্রপাত। ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ল্যাঙ্গারের। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অজি শিবির। তখন কমেন্ট্রি বক্সে অজিত আগরকর এবং সঞ্জয় মঞ্জরেকর অন-এয়ার বলেন, জাদেজার বদলে কনকাসান সাব নামানোর জন্য রেফারিকে বলার অধিকার আছে ভারতের। যতই ল্যাঙ্গার নিজের আপত্তি জানাক, কিন্তু ভারতের সিদ্ধান্ত অযৌক্তিক নয় বলে দাবি তাঁদের।
#INDvsAUS #concussion
Jaddu's concussion comes as blessing in disguise for India. Chahal will bowl. Aussie coach Langer shows his obvious angst. pic.twitter.com/xOWT3tb5AN— Parveen Kumar Dogra (@kparveen) December 4, 2020
তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, মাঠেই জাদেজার কনকাসান পরীক্ষা হওয়ার কথা। তা না করে পরে কীভাবে কনকাসান সাব নামানো যায়! গত বছর জুলাইয়ে আইসিসি কনকাসান সাবস্টিটিউট পদ্ধতি আনে। যেখানে কোনও ক্রিকেটারের মাথায় বলের আঘাত লাগলে সুরক্ষার খাতিরে তাঁর বদলে কাউকে পরে নামানো যেতে পারে। কিন্তু খেলার শেষে কনকাসান টেস্ট বাধ্যতামূলক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন