Advertisment

Justin Langer KL Rahul: ভারতীয় ক্রিকেটে রাজনীতির চাপ হাজার গুণ! আবার-ও বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ান কোচের

India Head Coach Job: ২০১৮ থেকে ২০২২ টানা চার বছর অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ ছিলেন। চলতি আইপিএলের আগে ল্যাঙ্গার যোগ দেন এলএসজি শিবিরে। রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি২০ বিশ্বকাপের পরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Justin Langer News: জাস্টিন ল্যাঙ্গার

Justin Langer KL Rahul: কেএল রাহুলের সতর্কবার্তাতেই ভারতীয় হেড কোচ হলেন না জাস্টিন ল্যাঙ্গার (টুইটার)

Justin Langer Reject BCCI Offer: রিকি পন্টিং নিজেই ভারতের কোচ হতে রাজি হননি। এবার সেই পথে পা বাড়ালেন আরও এক অস্ট্রেলীয়। লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রাক্তন হেড স্যার জাস্টিন ল্যাঙ্গার বলে দিয়েছেন, ভারতের কোচ হওয়ার জন্য এটা উপযুক্ত সময় নয়।

Advertisment

বিবিসি-র স্ট্যাম্পড পডকাস্টে ল্যাঙ্গার জানিয়েছেন, কেএল রাহুলের সঙ্গে এক আলোচনাই তাঁকে ভারতের কোচ হওয়ার ইচ্ছা খতম করে দিয়েছে। "না যে কখনই 'হ্যাঁ' হবে না, এমনটা নয়। ভারতে কোচিংয়ের চাপ তো আলাদাই। কেএল রাহুলের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি রাজনীতি চাপ সমাহার থাকে, তাহলে জাতীয় দলের কোচিংয়ের সময় সেটাই হাজার গুণ বেড়ে যায়। এটা যেন একটা পরামর্শ-ই ছিল কেএল-এর তরফ থেকে।"

"এটা নিঃসন্দেহে দারুণ একটা চাকরি। তবে নিজেকে এই সম্ভাব্য কোচের তালিকা থেকে বাইরেই রাখছি। এটা এমন একটা কাজ যা আপনাকে সবদিক সামলাতে হবে। আর চার বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলে কোচিংয়ের পর আমি একদম নিঃশেষিত।" এমনটাই বলেছেন লখনৌ সুপার জায়ান্টস বস।

আরও পড়ুন: টাইগারদের ফের বিড়াল বানিয়ে শিকার যুক্তরাষ্ট্রের! সিরিজ হেরে বিশ্বরেকর্ড বাংলাদেশের

২০১৮ থেকে ২০২২ টানা চার বছর অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ ছিলেন। চলতি আইপিএলের আগে ল্যাঙ্গার যোগ দেন এলএসজি শিবিরে। রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি২০ বিশ্বকাপের পরে। দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবেই অন্যতম নাম ল্যাঙ্গার। এর আগে ল্যাঙ্গারের জাতীয় দলের সতীর্থ রিকি পন্টিংও বলেছিলেন, তাঁর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাঁর জীবনযাত্রার সঙ্গে খাপ খাবে না বলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

দিল্লি ক্যাপিটালসের বর্তমান হেড কোচ আইসিসিকে বলেছেন, "অনেক প্রতিবেদনেই দেখেছি আমাকে বোর্ডের তরফে কোচিংয়ের অফার দেওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। সাধারণত, এমন ধরণের খবর সংশ্লিস্ট ব্যক্তি জানার আগেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায়। তবে আইপিএল চলাকালীন একান্তে আমার সঙ্গে আলোচনা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, আমি কোচ হতে আগ্রহী কিনা!"

যে কোনও জাতীয় দলের সিনিয়র কোচ হতে আমি আগ্রহী। তবে আমার পরিবারের সঙ্গেও কিছু সময় কাটানো আমার জীবনের একটা অংশ। সকলেই জানেন, আমি যদি ভারতীয় দলের হেড কোচ হই, তাহলে আইপিএলে কোচিং করাতে পারব না। তাই বেশি ভাবনাচিন্তা করতে হয়নি আমাকে।"

পরবর্তী কোচ হিসেবে ভেসে উঠেছে স্টিফেন ফ্লেমিংয়ের নাম-ও। তবে সিএসকের সিইও কাশি বিশ্বনাথন বলেছেন, ফ্লেমিং সম্ভবত টিম ইন্ডিয়ার কোচ হবেন না। "এটা ওঁর পক্ষে সম্ভব নয়। কারণ বছরে নয়-দশ মাস কোচিং সম্ভব নয়। এটা আমার ধারণা। তবে এই বিষয়ে ওঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি।"

KL Rahul LSG BCCI Lucknow Super Giants
Advertisment