Advertisment

স্পেন ছেড়ে কি ইতালির পথে রোনাল্ডো!

শেষ চার বছর ধরে বারবার উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর। অবশেষে আসন্ন মরসুমেই কি রিয়ালের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবেন সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! আপাতত এমনটাই খবর আন্তর্জাতিক ক্রীড়ামহলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Cristiano Ronaldo

মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে এসছেন এই মরশুমে

শেষ চার বছর ধরে বারবার উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর। অবশেষে আসন্ন মরসুমেই কি রিয়ালের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নেবেন সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! আপাতত এমনটাই খবর আন্তর্জাতিক ক্রীড়ামহলের।

Advertisment

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর এখন রোনাল্ডোর পরবর্তী স্টেশন নিয়েই জোর খবর। জানা যাচ্ছে সিআর সেভেন স্পেন ছেড়ে পাড়ি দিতে পারেন ইতালিতে। সাদা জার্সির বদলে তাঁর গায়ে উঠতে চলেছে সাদা-কালো জার্সি। রিয়ালের সুপারস্টার চলে যেতে পারেন ইতালিয়ান দৈত্য জুভেন্তাসের দখলে।

আরও পড়ুন: রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েই বড় ঘোষণার কথা বললেন রোনাল্ডো

২০০৮-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে রোনাল্ডো ৯০ মিলিয়ন ইউরোতে যোগ দেন রিয়ালে। রিয়ালকে দিয়েছেন দু’টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এসবের মাঝেও বারবার শোনা গিয়েছেন যে, স্যান্টিয়াগো বার্নাব্যুতে ভাল নেই রোনাল্ডো। প্রকাশ্যেই বলেছেন সেকথা। কখনও শোনা যায় যে, তিনি চলে যাবেন ম্যান ইউ-তে, কখনও বা প্যারিস সাঁ জাঁ। এখন আবার জুভেন্তাস।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিয়েভের এনএসসি অলিম্পিক স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, “রিয়ালের হয়ে খেলার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল।” যদিও তার পরদিন সেলিব্রেশন প্যারেড গ্রাউন্ডে সমর্থকদের বলেন, “পরের মরসুমে আবার দেখা হবে।”

এই মুহূর্তে রিয়াল চাইছে সিআর সেভেনের উত্তরসূরী খুঁজে নিতে। শোনা যাচ্ছিল তাঁরা নাকি ফরাসি স্টার কিলিয়ান এমবাপের দিকেও হাত বাড়িয়েছে। যদিও রিয়াল সেখবর সম্পূর্ণ গুজব বলেই জানিয়ে দেয়। যদিও রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ বারবারই নেইমারকে নেওয়ার কথা বলেছিলেন। এখন দেখার রোনাল্ডো রিয়ালেই থেকে যাবেন না কি বিদায় জানাবেন!

Cristiano Ronaldo
Advertisment