Advertisment

IPL 2019: পৃথ্বীতে মুগ্ধ সৌরভ, বাছলেন টুর্নামেন্টের সেরা বল

শনিবার দিল্লি বনাম কলকাতা ম্যাচটাকে অনেকেই শাহরুখ খান বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াই হিসেবেও দেখেছিলেন। একসময় সিটি অফ জয় গলা ফাটাত সৌরভের নামেই। তখন তিনি ছিলেন শাহরুখ দলের ক্যাপ্টেন। কিন্তু এসব আজ অতীত।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিতর্ক। (ছবি- টুইটার)

শনিবার দিল্লি বনাম কলকাতা ম্যাচটাকে অনেকেই শাহরুখ খান বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াই হিসেবেও দেখেছিলেন। একসময় সিটি অফ জয় গলা ফাটাত সৌরভের নামেই। তখন তিনি ছিলেন শাহরুখ দলের ক্যাপ্টেন। কিন্তু এসব আজ অতীত। সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা। শ্রেয়স আয়ারদের থিঙ্কট্যাঙ্কের অন্যতম মহারথী। কলকাতাকে হারানোর ব্লু-প্রিন্ট বানানোর দায়িত্বই ছিল তাঁর কাঁধের ওপর।

Advertisment

শনিবার ফিরোজ শাহ কোটলায় রিকি পন্টিংয়ের সঙ্গে ডাগআউটে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় মাঠে গিয়ে পৃথ্বীদের পরামর্শ দিয়ে আসছিলেন। কোটলায় পৃথ্বী আর কাগিসো রাবাদার পারফরম্যান্সে মুগ্ধ সৌরভ। আইপিএলটিটোয়েন্টিডটকমে সাক্ষাৎকার দিয়েছেন মহারাজ। তিনি জানিয়েছেন যে, ডাগআউট থেকে খেলা দেখাটা অনেক বেশি কঠিন। কারণ তিনি ব্যাট-বল করতে পারছেন না।

আরও পড়ুন: সুপার ওভারের সময় কী ভাবছিলেন রাবাদা?

পৃথ্বী মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন কেকেআরের বিরুদ্ধে। সৌরভ বলছেন, "এটা দুর্ভাগ্যজনক যে, ও ৯৯-তে আউট হয়ে গেল। ওর জন্য খারাপ লাগছে। আমার মনে হয় শুধু আইপিএলে নয়, ভবিষ্য়তে যে কোনও ফর্ম্যাটেই ও প্রচুর সেঞ্চুরি করবে।" সৌরভের থেকে জানতে চাওয়া হয়েছিল তিনি টাইম আউটে পৃথ্বীকে কী বলেছিলেন? সৌরভ উত্তর দেন, "পৃথ্বী যখন এত ভাল খেলছিল, ওকে কিছুই বলার প্রয়োজন ছিল না। অসম্ভব ভালো হিট করছিল। ওকে শুধু বলার এভাবেই খেলতে থাক আর ফিনিশ করে এস।"



অন্যদিকে কলকাতা-দিল্লি ম্যাচ টাই হয়ে যাওয়ায় সুপার ওভারে গড়িয়েছিল। প্রথমে ব্যাট করে দিল্লি ১০ রান তুলেছিল। কাগিসো রাবাদার ম্যাচের স্টার হয়ে গিয়েছিলেন। আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক এবং রবিন উথাপ্পারা তাঁর ইয়র্কারে দিশাহীন হয়ে গিয়েছিলেন। কেকেআর ১১ রান তুলতে অসমর্থ হয়। মাত্র সাত রান দেন দক্ষিণ আফ্রিকার বোলার। রাসেলের উইকেট ছিটকে দিয়েছিলেন তিনি। সৌরভ বললেন, "রাবাদার সুপার ওভার অসাধারণ ছিল। আর ও যে বলটায় রাসেলকে আউট করেছে সম্ভবত এই আইপিএলের এটাই সেরা বল হতে চলেছে। রাসেল সম্ভবত কেরিয়ারের সেরা ফর্মে রয়েছে। ওকে এভাবে আউট করে দেওয়াটা অবিশ্বাস্য়।"

IPL Sourav Ganguly Andre Russell Kolkata Knight Riders
Advertisment