Advertisment

সুরজিৎ-প্রশান্তের উদ্যোগে সামিল প্রবাসী বঙ্গসন্তান, কল্যাণীতে আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি

শুভাশিস রায়চৌধুরী, সংগ্রাম মুখোপাধ্যায়, লালকমল ভৌমিক, গৌতম ঘোষ, প্রদীপ ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, হাবিবুল রহমানের মত ফুটবল তারকারাও উপস্থিত ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বাধীনতা দিবসে রমরমিয়ে উদ্বোধন করা হল কল্যাণী ফুটবল একাডেমির। রাজ্য স্তরে ভালো ফুটবল তুলে আনার লক্ষ্যে এবার কল্যাণীতেই আন্তর্জাতিক মানের আবাসিক একাডেমি চালু করা হল। যেখানে যুক্ত থাকবেন প্রাক্তন, বর্তমান একঝাঁক তারকা ফুটবলাররা। টেকনিক্যাল বিষয় সহ ফুটবল সংক্রান্ত বিষয়ের পরামর্শদাতা হচ্ছেন সুভাষ ভৌমিক।

Advertisment

ফুটবল কোচিংয়ে যুক্ত হচ্ছেন ইস্টবেঙ্গলে খেলা প্রশান্ত সরকার, সুরজিৎ বোসদের মত তারকারা।

পুরো উদ্যোগের পরিকল্পনা দিল্লি নিবাসী ফুটবল প্রশিক্ষক সন্দীপ ঢোলের। নদিয়া থেকে দু-দশক আগে পাড়ি দিয়েছিলেন রাজধানীতে। বর্তমানে আইলিগের অন্যতম ক্লাব সুদেবা এফসির কোচিং স্টাফে যুক্ত তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় সন্দীপ ঢোলও বলছিলেন, "বাংলার বাইরে থাকলেও বহুদিন ইচ্ছা ছিল আন্তর্জাতিক মানের কোনো একাডেমি বাংলাতেই তৈরি করার। সেই উদ্দেশ্যেই কল্যাণীতে একাডেমি স্থাপন করা হল।"

publive-image

তিনিই এই একাডেমির মেন্টর। পাশে পাচ্ছেন সন্দীপ নন্দী, মহেশ গাউলির মত দুই নক্ষত্রকেও।

কোভিড বিধি মেনে ৫০ জনের বেশি ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে থাকার অনুমতি ছিল না। এর মধ্যেই নজর কাড়ল উদ্বোধনী অনুষ্ঠান। শুভাশিস রায়চৌধুরী, সংগ্রাম মুখোপাধ্যায়, লালকমল ভৌমিক, গৌতম ঘোষ, প্রদীপ ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, হাবিবুল রহমানের মত ফুটবল তারকারাও উপস্থিত ছিলেন। শারীরিক কারণে হাজির থাকতে পারেননি সুভাষ ভৌমিক।

publive-image

এছাড়াও তৃণমূল কংগ্রেসে কল্যাণী শাখার সভাপতি অরূপ মুখোপাধ্যায়, কল্যাণী স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান নীলিমেশ রায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক ভট্টাচার্য হাজির ছিলেন মন মাতানো অনুষ্ঠানে।

উদ্যোক্তাদের দাবি বিদেশি কোচের তত্ত্বাবধানে ফুটবল শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে বিদেশের নামি ক্লাবের সঙ্গেও গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছে একাডেমি কর্তৃপক্ষের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Football Kolkata Football Indian Football Sports News
Advertisment