Advertisment

বিরাটের বুকে মাথা রেখেছিলেন কেন, অবশেষে কারণ জানালেন উইলিয়ামসন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে বেঁধে রেখেছিল নিউজিল্যান্ড। জবাবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ২৪৯ রানে অলআউট করে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন (টুইটার)

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে জিতিয়েই কেন উইলিয়ামসনকে দেখা গিয়েছিল বিরাট কোহলির সঙ্গে আলিঙ্গন করতে। কোহলির বুকে মাথা পেতে দিয়েছিলেন। সেই ঘটনার একসপ্তাহ পেরিয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় কেন-কোহলির সেই ছবি নিয়ে এখনো আলোচনা হয়।

Advertisment

কেন দুই দলের দুই অধিনায়ক আলিঙ্গন করলেন পরস্পরকে, সেই কারণ জানিয়েই এবার মুখ খুললেন কেন উইলিয়ামসন। ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে কিউয়ি নেতা জানালেন, "সেই মুহূর্তটা অসাধারণ ছিল। আমরা জানতাম, বিশ্বের যেখানেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে হবে, সেখানেই কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে আছে। ওঁরা প্রায়ই ক্রিকেটে তিন ফরম্যাটেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানিয়ে দেয়। ওদের ক্রিকেট দিয়ে, দক্ষতা দিয়ে ওঁরা সেটা বুঝিয়েও দেয়।"

আরো পড়ুন: ইংল্যান্ডের মাটিতেই অভিষকের মুখে বাংলার তারকা! কোহলির দল চমকে দেওয়ার অপেক্ষায়

তারপরেই বিশ্বজয়ী দলের নেতা বলেছেন, "আমার সঙ্গে বিরাটের বন্ধুত্ব বেশ কয়েক বছরের পুরনো। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় সেটা যাচাই হয়ে গিয়েছে। এবং এই সম্পর্কটা বেশ উপভোগ্য। আমরা দুজনেই জানি, ক্রিকেটের বাইরেও একটা বড়সড় চিত্র রয়েছে। আমাদের বন্ধুত্ব তাই ক্রিকেটীয় সম্পর্কের বাইরেও অনেকটা গভীর। এটা দুরন্ত। আমরা দুজনেই এটা জানি।"

রিজার্ভ ডে-তে কঠিন পরিস্থিতিতে ভারতের ১৩৯ রানের টার্গেট তাড়া করে ঠান্ডা মাথায় দলকে জিতিয়ে দেন কেন উইলিয়ামসন। রস টেলর উইনিং রান নেওয়ার পরেই কোহলির সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় নিউজিল্যান্ডের অধিনায়ককে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে বেঁধে রেখেছিল নিউজিল্যান্ড। জবাবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ২৪৯ রানে অলআউট করে দিলেও দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সামনে বড়সড় চ্যালেঞ্জ খাড়া করতে পারেনি টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে কোহলিরা মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায়।

যদিও নিউজিল্যান্ডের নেতা কেন উইলিয়ামসন জানিয়েছেন, দু-দলই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট মেলে ধরেছে। সাক্ষাৎকারে ক্যাপ্টেন কেন বলেছেন, "দুই দলই তুল্যমূল্য ক্রিকেট খেলেছে। ম্যাচ একদমই ক্লোজ ছিল। গোটা ম্যাচই ছুড়ির ডগার মত ধারালো ছিল। যদিও ম্যাচের রেজাল্ট সবসময় একদলের জয়ের কথাই বলে। ম্যাচের শেষে দুই দলের জন্যই প্রশংসা বরাদ্দ ছিল। একটাই দল ট্রফি জেতে। যেটা অন্য দলের ভাগ্যে জোটেনা।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Test cricket Cricket News Virat Kohli Kane Williamson Indian Cricket Team New Zealand
Advertisment