/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/kapil-dev-and-cac-members.jpg)
কপিল দেব এবং উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তা রঙ্গনাথন এবং অংশুমান গায়কোয়াড় (ইন্ডিয়া প্রিমিয়ার লিগ টুইটার)
বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈনের নজরে এবার বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্যরা। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গনাথনদের এবার চিঠি পাঠানো হল স্বার্থ সংঘাতের ইস্যুতে। স্বার্থ সংঘাতের ইস্যুতে তাঁদের বিপক্ষে অভিযোগ জানিয়েছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার সঞ্জীব গুপ্তা। জাতীয় দলের তিন প্রাক্তন ক্রিকেটারকে এর আগে অ্যাড হক কমিটি গঠন করে কোহলিদের কোচ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিজের মেয়াদ শেষ হওয়ার পরে রবি শাস্ত্রী ফের একবার জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। কপিল দেবের নেতৃত্বে বোর্ডের এই উপদেষ্টা কমিটি কোচ হিসেবে পুনর্নিয়োগ করে রবি শাস্ত্রীকেই।
পাঠানো নোটিশের জবাব ১০ অক্টোবরের মধ্যে দিতে কপিল দেবদের। বোর্ডের স্বার্থ সংঘাত তত্ত্ব অনুযায়ী, বোর্ডের কোনও পদাধিকারী একের বেশি পদে থাকতে পারবেন না। এই বিষয়েই অভিযোগ এনেছিলেন সঞ্জীব গুপ্তা।
আরও পড়ুন দ্রাবিড়কে ডাকল বোর্ডের এথিক্স অফিসার, স্বার্থ সংঘাতের শুনানি পরের মাসে
কেন অভিযোগের কেন্দ্রে অ্যাড হক কমিটির তিন সদস্য? জানা গিয়েছে, অ্যাডভাইসারি কমিটির মেম্বার হওয়া সত্ত্বেও বিসিসিআইয়ের অর্থানুকুল্য়ে তৈরি হওয়া 'ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন' (আইসিএ)-এর ডিরেক্টর পদে রয়েছেন কপিল দেব এবং শান্তা রঙ্গস্বামী। অংশুমান গায়কোয়াড় আবার বোর্ডের মেম্বার অ্যাফিলিয়েশন কমিটির সদস্য। এর পাশাপাশি জানা গিয়েছে, কপিল দেবের নিজস্ব কোম্পানি 'দেব মুসকো' আন্তর্জাতিক ম্যাচ চলার সময়ে দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যুতে ফ্লাডলাইট সাপ্লাই করে।
Hours after #BCCI Ethics Officer #DKJain sent a notice to #CAC comprising of #KapilDev, #AnshumanGaekwad & Shantha Rangaswamy with regards to allegations of conflict of interest, as claimed by #MPCA life member #SanjeevGupta, #Rangaswamy has resigned from her position in the CAC. pic.twitter.com/7LdbsR1gih
— IANS Tweets (@ians_india) September 29, 2019
আরও পড়ুন IPL 2019: স্বার্থ সংঘাতে রেহাই সৌরভের, কেকেআর ম্যাচে ইডেনে থাকছেন মহারাজ
IPL 2019: সৌরভ জানালেন স্বার্থ সংঘাতের ইস্যুতে তিনি সত্যিই জড়িত কিনা
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নিযুক্ত বোর্ডের প্রশাসকমণ্ডলীর সদস্য়দের দ্বারাই গঠন করা হয়েছিল উপদেষ্টা কমিটি। সেই সময় স্বার্থ সংঘাতের বিষয় খতিয়ে দেখেই নো অবজেকশন দেওয়া হয়েছিল সিওএ-র পক্ষ থেকে। যদিও সেই সময় হালকা আপত্তি তুলেছিলেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর অন্যতম সদস্য ডায়ানা এডুলজি।
Read the full article in ENGLISH