/indian-express-bangla/media/media_files/2025/11/02/kapil-dev-2025-11-02-16-15-59.jpg)
Kapil Dev: কপিল দেব।
Kapil Dev on India Women’s Final: ভারতের মহিলা ক্রিকেট দল ২০২৫ সালের বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায়। এনিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই ম্যাচকে কেন্দ্র করে অনেকেই ভাবছেন — যদি ভারত জেতে, তবে কি সেটা ১৯৮৩ সালের মতোই এক নতুন অধ্যায় খুলে যাবে দেশের মহিলা ক্রিকেটে?
কী বলেছেন কপিল দেব?
এই প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরুষ এবং মহিলা দলের সাফল্যের তুলনা করাটা ঠিক নয়। কপিল বলেন, 'অনেকে ১৯৮৩ সালের সঙ্গে মহিলা ক্রিকেট দলের সাফল্যের তুলনা করছে, কিন্তু আমি চাই না এমন তুলনা হোক। এই মেয়েরা খুব বুদ্ধিমতী, ওঁরা ভালো খেলছে। ওঁরা যেভাবে ক্রিকেট খেলছে, সেটা খেলার মান আরও উঁচুতে নিয়ে গেছে।'
আরও পড়ুন- আরও জোরে নামল বৃষ্টি, কতক্ষণ করা হবে অপেক্ষা?
কপিলের মতে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দল এখন আগের যে কোনও সময়ের চেয়ে বেশি পরিণত ও আগ্রাসী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ৮৯ রানের ঝকঝকে ইনিংস ছিল ভারতীয় দলের জয়ের ভিত। জেমিমা রডরিগেসের সঙ্গে তাঁর ১৬৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ ভারতীয় দলের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, 'অধিনায়কের খেলা একেবারে অন্য স্তরের ছিল। আমি চাই ফাইনালে ওরা আরও ভালো খেলুক। জেতার ইচ্ছা অবশ্যই থাকা উচিত, কিন্তু কীভাবে খেলছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন- অশনি সংকেত দেখছে টিম ইন্ডিয়া! তীরে এসে ডুববে তরী?
তিনি আরও বলেন, যদি ভারত জেতে, পুরো দেশ আনন্দে ভেসে যাবে। কিন্তু শুধু জয় নয়, তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো পারফরম্যান্স দেখানোটাই আসল চ্যালেঞ্জ। কপিল আরও বলেন, 'যদি ওরা জেতে, খুশি হব। কিন্তু আমি চাই ওরা ভালো ক্রিকেট খেলুক, সেটাই সবচেয়ে বড় জিনিস।' ১৯৮৩ সালের বিশ্বকাপ ভারতের ক্রিকেট ইতিহাসে এক বিপ্লবের সূচনা করেছিল। কপিল দেবের নেতৃত্বে সেবছর প্রথমবার কাপ জেতায় ভারতীয় ক্রিকেটের মানচিত্রই বদলে যায়। সেই ঘটনার ৪২ বছর পর, আবারও ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সম্ভাবনা দেখা দিয়েছে — এবারের পালা মহিলা ক্রিকেটারদের।
আরও পড়ুন- পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে
তবে কপিলের মতে, ভারতীয় মহিলা দলের সাফল্যকে তাঁর নিজের বা তাঁর দলের সঙ্গে তুলনা না করে, আলাদা চোখে দেখা উচিত। এই প্রসঙ্গে তিনি বলেন, 'এই মেয়েদের নিজস্ব সত্তা আছে। ওঁরা নিজেদের গল্প লিখছে। আমি চাই, ওঁদের জয়ের কাহিনি হোক একেবারে নিজেদের মত।'
Kapil's 𝘋𝘦𝘷𝘪𝘭𝘴 did it in 1983 🏆
— Star Sports (@StarSportsIndia) November 1, 2025
Now, it's time for Harman's Hurricanes 🤞
The first captain to win a World Cup for 🇮🇳 has a special message for the #WomenInBlue 🗣#CWC25 Final 👉 #INDvSA | Sun, 2nd Nov, 2 PM! pic.twitter.com/ZA3to3VL7I
আরও পড়ুন- শেষ হল অস্ট্রেলিয়ার ব্যাটিং, ভারতের সামনে কত রানের টার্গেট?
ভারতীয় মহিলা দল এর আগে একাধিকবার ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারেনি। তবে এবার তাদের আত্মবিশ্বাস অন্যরকম। ব্যাটিংয়ে হরমনপ্রীত ও জেমিমা, বোলিংয়ে রেনুকা সিং ও পূজা বস্ত্রকর, সবাই দুর্দান্ত ফর্মে। বিশেষজ্ঞদের মতে, টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেড যদি এই ফর্ম ধরে রাখতে পারে, তবে ইতিহাস গড়া সম্ভব কিছু না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us