Advertisment

ক্যাপ্টেনই কিনা মোটা, এটা লজ্জার! রোহিতকে ধুয়ে দিয়ে চরম আক্রমণ কপিলের

রোহিতকে ভয়ঙ্কর আক্রমণ এবার কপিলের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মার ফিটনেস ইস্যুতে এবার সরব হলেন কপিল দেব। এবিপি নিউজে এক সাক্ষাৎকারে কপিল দেবকে টিম ইন্ডিয়ার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সরাসরি বলে দেন, "ফিট থাকাটা সবসময় গুরুত্বপূর্ণ। একজন ক্যাপ্টেন হলে তো আরও বটেই। ক্যাপ্টেন ফিট নয়, এটা লজ্জার ব্যাপার। রোহিতকে ফিটনেস নিয়ে আরও খাটতে হবে।"

Advertisment

"রোহিত নিঃসন্দেহে গ্রেট ব্যাটসম্যান। তবে ওঁর ফিটনেস নিয়ে আলোচনা হলে বলতেই হয়, ওর একটু ওজন বেশিই। অন্তত টিভিতে দেখে সেরকমই মনে হয়। হ্যাঁ, টিভিতে দেখা এবং সামনাসামনি দেখার মধ্যে অনেক ফারাক থাকে, তবে যতদূর দেখেছি, রোহিত একজন গ্রেট ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন। তবে ওঁকে ফিটনেস নিয়ে খাটতে হবে। বিরাটকে যে কেউ দেখে বলবে, ও কতটা ফিট!"

এই আগেও রোহিতের ফিটনেস নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কপিল দেব। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বলেছিলেন, ক্রিকেটীয় স্কিলের বিচারে রোহিত অন্যতম সেরা। তবে ফিটনেসের ক্ষেত্রে সেরকম বলা যাবে না।

"ব্যাটসম্যান রোহিতের কার্যত কোনও দুর্বলতাই নেই। সমস্ত কিছুর সম্ভার রয়েছে ওঁর ব্যাটিংয়ে। তবে ওঁর ফিটনেস নিয়ে বড়সড় প্রশ্ন রয়েই গিয়েছে। ও কি সত্যিসত্যি ফিট? কারণ ক্যাপ্টেন এমন একজনের হওয়া উচিত যে দলের বাকিদের কাছে ফিট হওয়ার অনুপ্রেরণা যোগাবে। ক্যাপ্টেন তাঁর হওয়া উচিত যাকে নিয়ে সতীর্থদের গর্ববোধ করতে পারে।" বলেছিলেন কপিল।

ঘটনা যাইহোক, টিম ইন্ডিয়া আপাতত ঘরের মাঠে বিশ্বকাপে নামার প্রস্তুতি নিচ্ছে। অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে ভারত এবার অন্যতম ফেভারিট। রোহিতের নেতৃত্বে ভারত কাপ জিতলে হিটম্যান কপিল, ধোনির পর তৃতীয় ক্যাপ্টেন হিসাবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। সেই নজির গড়ে কপিলকে রোহিত জবাব দিতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

Read the full article in ENGLISH

Rohit Sharma Kapil Dev Indian Cricket Team
Advertisment