scorecardresearch

পন্থকে ঠাঁটিয়ে থাপ্পড় মারতে চান কপিল দেব! অসুস্থ ক্রিকেটারকে সরাসরি শাসানি কিংবদন্তির

ঋষভ পন্থকে কষিয়ে চড় মারার ইচ্ছাপ্রকাশ কপিল দেবেন

পন্থকে ঠাঁটিয়ে থাপ্পড় মারতে চান কপিল দেব! অসুস্থ ক্রিকেটারকে সরাসরি শাসানি কিংবদন্তির

ডিসেম্বরের ৩০-এ ভয়াবহ দূর্ঘটনার মুখোমুখি হওয়ার পর ঋষভ পন্থ আপাতত এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জাতীয় দলের বাইরে আপাতত তিনি। ঋষভ পন্থ যাতে পরবর্তীতে এরকম কান্ড না ঘটান, সেই জন্য সরাসরি অভিভাবকদের সুরে কড়া কথা জানিয়ে রাখলেন কপিল দেব। বলে রাখলেন, সুস্থ হয়ে উঠলেই পন্থকে চড় মারবেন তিনি!

পন্থকে ভালোবাসেন, তাই কপিল সরাসরি তাঁর গাড়ি চালানোর ধরনে অসন্তোষ প্রকাশ করলেন। জানিয়ে দিলেন, পন্থের ইনজুরিতে জাতীয় দলের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে।

শিশুদের ভুলে অভিভাবককে শাসন করেন স্নেহের ছলে। চড়-থাপ্পড়ও মারেন। সেই কাণ্ডই এবার কপিল করতে চান পন্থের জন্য। কপিল জানিয়েছেন, “ওঁর জন্য অনেক ভালোবাসা রয়েছে। চাইছি দ্রুত যেন ও সেরে ওঠে যাতে ওঁর সঙ্গে সাক্ষাৎ করে একটা থাপ্পড় মারতে পারি, ওঁকে বলতে পারি নিজের খেয়াল নেওয়ার কথা। ওঁকে ভালোবাসি সেই কারণেই ওঁর ওপরে প্রচণ্ড রাগ হচ্ছে। এখানকার তরুণ ক্রিকেটাররা কেন এরকম ভুল করবে? ওঁর জন্য একটা চড় হজম করতে হবে ওঁকে।”

“ওঁর জন্য অনেক আশীর্বাদ থাকছে। গোটা বিশ্বের ভালোবাসা ওঁর প্রাপ্য। ঈশ্বর ওঁকে সুস্বাস্থ্যের অধিকারী করুক। তবে এরপরে অভিভাবকদের মত আমাদের দায়িত্বও বর্তায় ওঁকে শাসন করার। শিশুরা ভুল করলে অভিভাবকরা যেমন চড় মারেন। ওঁর দুর্ঘটনার জন্যই গোটা দল সমস্যায় পড়েছে।”

মঙ্গলবার ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়ায় নিজের রিকভারির আপডেট দিয়েছিলেন। ভক্তদের জন্য ইন্সটা-স্টোরি দিয়েছিলেন তারকা। কৃতজ্ঞতা ব্যক্ত করে পন্থ লিখেছেন, “কখনই জানতাম না স্রেফ বসে সতেজ হাওয়ায় নিঃশ্বাস নিতে পারা এরকম আশীর্বাদের মত মনে হতে পারে।” এরপরে ২৫ বছরের তারকা ইনস্টাগ্রামে নিজের অস্ত্রোপচারের আপডেটও দিয়েছেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kapil dev wants to fatherly slap rishabh pant after accident