Kapil Dev on Ravichandran Ashwin retirement: ভারতীয় কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন বুধবার বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের মাঝপথে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে সব ধরণের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছিলেন, তবে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বলেছেন যে তিনি এই সিদ্ধান্তের টাইমিং নিয়ে বেশ হতাশ।
অভিজ্ঞ ভারতীয় স্পিনার গাব্বায় ড্র হওয়া তৃতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং অবিলম্বে ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরে আসেন। গালফ নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে কপিল স্বীকার করেছেন যে অশ্বিনের মাঝপথে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বেশ বিরক্ত হয়েছিলেন।
তিনি বলেছেন যে অশ্বিন সিডনি টেস্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এই সিদ্ধান্ত নিতে পারতেন, তবে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদানের প্রশংসা করেছেন তিনি। কপিল বলেছেন, "অশ্বিন খুবই দৃঢ়মনা মানুষ। ক্রিকেটারদের মধ্যে এমন চরিত্র দেখে ভালো লাগে। সফরের মাঝখানে তাঁর চলে যাওয়ায় আমি কিছুটা দুঃখিত হয়েছিলাম। তিনি ভারত থেকে একজন মহান ক্রিকেটার ও এবং খেলায় এত ভালোভাবে সেবা করেছে যে ওঁর উচিত ছিল অপেক্ষা করা। তবে ও দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য।"
কেবল কপিলই নন, তাঁর প্রাক্তন ভারতীয় সতীর্থ সুনীল গাভাস্কারও অশ্বিনের এই সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন। অন্যদিকে, ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারী বলেছেন যে সিনিয়র বোলারকে "অপমান করা" হয়েছিল, এবং ভারতের প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ বলেছেন যে তিনিও 'আহত' হয়েছিলেন।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন তাঁর অবসর সম্পর্কে মুখ খোলেন, সরাসরি বলে দেন, "আমি আরও ক্রিকেট খেলতে চাই। কিন্তু জায়গা কোথায়? স্পষ্টতই ভারতীয় ড্রেসিংরুমে নয়, তবে অন্য কোথাও থেকে। আমি ক্রিকেটের প্রতি সৎ থাকতে চেয়েছি। ভাবুন, আমি যদি শুধুমাত্র বিদায়ী টেস্ট খেলতে চাইতাম।"
"অথচ দলের প্ৰথম একাদশে আমাকে নেওয়ার প্ল্যানিং না থাকে টিমের। জাস্ট ভাবা হোক, স্রেফ বিদায়ী টেস্টের জন্য আমাকে প্ৰথম একাদশে রাখা হয়েছে। এটা আমি কখনই চাইনি। আমার বিশ্বাস ক্রিকেটে আরও সামর্থ্য ছিল আমার। আমি আরও খেলতে পারতাম। তবে মানুষ যখন ‘কেন’ জিজ্ঞাসা করে তখনই শেষ করা ভালো! ‘কেন নয়’ প্রশ্নের সময়ে নয়,”
অশ্বিন এই কথা স্বীকার করেছেন “অ্যাশ কি বাত”-এ। “আমি মাঠে বল নিয়ে এলে এবং মানুষ হাততালি দেবে- তাতে কী এমন পার্থক্য হবে? মানুষ কতদিন এটা নিয়ে কথা বলবে? যখন সামাজিক মাধ্যম ছিল না, মানুষ এটি নিয়ে কথা বলত এবং এক সপ্তাহ পর ভুলে যেত। বিদায়ের কোনও প্রয়োজন নেই। খেলা আমাদের অনেক কিছু দিয়েছে এবং আমরা অনেক আনন্দ নিয়ে খেলেছি।”