শুক্রবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউড স্টার করিনা কাপুর। আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপের মহিলাদের সংস্করণ। একই বছর অস্ট্রেলিয়াতে পুরুষদের টি-২০ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু ১৮ অক্টোবর থেকে।
Advertisment
পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে পেরে সম্মানিত করিনা। তিনি বললেন, “আমি এরকম একটা ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত। যেসব মহিলার নিজেদের স্বপ্নপূরণের জন্য় নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপে তাঁদের সকলকে আমি উদ্বুদ্ধ করতে চাই। এটা মহিলাদের ক্ষমতায়নের একটা আন্তর্জাতিক মঞ্চ।”
Bollywood ⭐️ Kareena Kapoor is counting down to the @ICC Women's #T20WorldCup. Who's joining her to fill the @MCG for the final on International Women's Day? pic.twitter.com/poPocG1Kl9