Advertisment

Prakhar Chaturvedi: লারা-যুবরাজের রেকর্ড ভাঙচুর করে একাই ৪০৪! ভারতীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন প্রখর

Prakhar Chaturvedi in Coochbehar Trophy Final: প্রখর ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ২৪ বছরের পুরোনো রেকর্ড। বিহার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুবরাজ ১৯৯৯ সালের ডিসেম্বরে পঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩৫৮ রান করেছিলেন। সেই ম্যাচ হয়েছিল জামশেদপুরের কেনান স্টেডিয়ামে। এরপর ২০১১ সালে মহারাষ্ট্রের বিজয় জোল অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রান করেছিলেন। কিন্তু, সেটা ফাইনাল ম্যাচ ছিল না।

IE Bangla Web Desk এবং IE Bangla Sports Desk
New Update
Prakhar Chaturvedi। Karnataka

Prakhar Chaturvedi: কর্ণাটকের প্রখর চতুর্বেদী কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত ৪০৪ রান করেছেন। (ছবি: বিসিসিআই ডমেস্টিক অন এক্স)

Cooch Behar Trophy final: কর্ণাটকের প্রখর চতুর্বেদী কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত ৪০৪ রান করেছেন। এই প্রথম কোনও খেলোয়াড় কোনও একটি ম্যাচের ফাইনালে ৪০০ রান করলেন। প্রখর ভেঙে দিলেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ২৪ বছরের পুরোনো রেকর্ড। বিহার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুবরাজ ১৯৯৯ সালের ডিসেম্বরে পঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩৫৮ রান করেছিলেন। সেই ম্যাচ হয়েছিল জামশেদপুরের কেনান স্টেডিয়ামে। এরপর ২০১১ সালে মহারাষ্ট্রের বিজয় জোল অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রান করেছিলেন। কিন্তু, সেটা ফাইনাল ম্যাচ ছিল না।

Advertisment

আরও পড়ুন- এভাবেই কোটি কোটি টাকা আয় করছেন মেয়ে সারা! প্রকাশ্যে এসে হঠাৎ বোমা ফাটালেন শচীন

সোমবার চতুর্বেদীর অপরাজিত ৪০৪ রান এসেছে ৬৩৮ বলে। স্ট্রাইক রেট ৬৩.৩২। শিমোগায় 'দ্য কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA/কেএসসিএ)-এর নাভিলে স্টেডিয়ামে প্রখর এই রেকর্ড গড়লেন। তাঁর ইনিংসে রয়েছে ৪৬টি চার এবং ৩টি ছক্কা। এই ম্যাচে কর্ণাটক টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। তারা আট উইকেট হারিয়ে ডিক্লেয়ার দেওয়ার আগে ২২৩ ওভারে ৮৯০ রান তুলেছে। মুম্বইকে মাত্র ৩৮০ রানে গুটিয়ে দিয়ে কর্ণাটক ৫১০ রানের লিড নিয়েছে। সৌজন্যে প্রখর চতুর্বেদীর ৪০৪ রান।

আরও পড়ুন- ছক্কার ছক্কায় ভারতের সিরিজ জয়! দুবে-জয়সোয়ালের তাণ্ডবে কেঁদে ফেলল আফগানিস্তান

চতুর্বেদী সবচেয়ে বেশি রান তুলেছেন মনন ভাটের বিরুদ্ধে। মননের বোলিংয়ে ৯৭ রান করেছেন। তাঁর তিনটি ছয়ের মধ্যে দুটিই এসেছে মননের বোলিং থেকে। চতুর্বেদী আকাশ পাওয়ারের বোলিংয়ে করেছেন ৭৯ রান। প্রেম দেবকরের বোলিং থেকে করেছেন ৫৮ রান। হার্শিল ধর্মানির বোলিং থেকে করেছেন ১৬৯ রান। কার্তিকেয় কেপির বোলিং থেকে তুলেছেন ৭২ রান। সমর্থ এনের বোলিংয়ে করেছেন অপরাজিত ৫৫ রান। আর, হার্দিক রাজের বোলিং থেকে তুলেছেন ৫১ রান। মুম্বইয়ের হয়ে আয়ুশ মাত্রে ১৪৫ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। আয়ুশ শচীন ভার্তক তুলেছেন ৭৩ রান।

আরও পড়ুন- IPL-এর জন্যই কি জাতীয় দলে ছুটি চেয়েছেন ঈশান! বিস্ফোরক এবার পাকিস্তানি তারকা

cricket karnataka sports Cricket News Sports News
Advertisment