Advertisment

বিশ্বকাপের মাঝেই টিম ইন্ডিয়ায় সানাইয়ের সুর, সমুদ্রের ধারে বান্ধবীর 'হ্যাঁ'

করুন নায়ার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বান্ধবী সানায়া টাকারিওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে কোনও এক রিসর্টে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
BCCI releases criteria for next India head coach

এই তিন যোগ্য়তা থাকলেই হওয়া যাবে ভারতীয় দলের কোচ, জানিয়ে দিল বিসিসিআই

বিশ্বকাপ চলছে। এর মাঝেই বিয়ের খবর ফের একবার ভারতীয় ক্রিকেটে। জাতীয় দলের তারকা ক্রিকেটার করুন নায়ার বিয়ের পিঁড়িয়ে বসতে চলেছেন এবার। বছর তিনেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আবির্ভাবেই তিনশো করে ভারতীয় ক্রিকেটে আগমন বার্তা দিয়েছিলেন। সেই করুণ নায়ারই নিজের বাগদানের খবর জানালেন টুইট করে।

Advertisment

২ দিন আগেই করুন নায়ার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বান্ধবী সানায়া টাকারিওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে কোনও এক রিসর্টে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাওয়া বইছে জোরে। আর বাহুলগ্না বান্ধবী তাঁকে চুম্বন করছেন। সেই ছবির ক্যাপশনেই লেখা, 'শি সেড ইয়েস', 'হ্যাঁ বলেছে বান্ধবী'। তবে কবে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তা জানা যায়নি।

View this post on Instagram

???? ♥️

A post shared by Sanaya Tankariwala (@sanayatankariwala) on

আরও পড়ুন পাকিস্তান ম্যাচের পরেই হয়তো অবসরে ‘বাংলাদেশি ধোনি’! শোকে পাথর গোটা দেশ

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করার পরেই ভাইরাল এই ছবি। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন হবু কর্তা-গিন্নিকে। গত দু-বছরে একাধিক ক্রিকেটার বিয়ের পিঁড়িয়ে বসেছেন। কোহলি, জাহির খান থেকে সঞ্জু স্যাসমন- অনেকেই ছাদনাতলায় গিয়েছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন করুন নায়ার।

karun nair ৩০০ করে আলোচনার জন্ম দিয়েছিলেন করুন (টুইটার)

বছর সাতাশের এই তারকা ডান হাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে রাজ্যস্তরে খেলেন কর্নাটকের হয়ে। গত কয়েক বছর ধরে তিনি একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলেছেন- আরসিবি, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। সেই বছরেরই নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পান। সেই সিরিজেরই শেষ টেস্টে ৩০০ করে আবির্ভাবেই চমকে দেন ক্রিকেট মহলকে। তবে জাতীয় দলের জার্সিতে বর্তমানে তিনি বেশ অনিয়মিত।

cricket Cricket World Cup
Advertisment