Karun Nair comeback: ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা এবার করুণ নায়ার। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন। তারপরেই প্রধান নির্বাচক অজিত আগরকারের নজর পড়েছে করুণ নায়ারের ওপর। ভারতীয় ক্রিকেটে করুণ নায়ার বেশ পরিচিত নাম, বিশেষ করে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার পর থেকেই আলোচনার কেন্দ্রে পৌঁছেছিলেন তিনি।
তবে সেই দারুণ পারফরম্যান্সের পরও জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি নায়ার। তবে সম্প্রতি, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স-এর মাধ্যমে আবারও তিনি আলোচনায় উঠে এসেছেন।
জাতীয় স্তরের এক প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করুণ নায়ার সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। ৬৬.৪৪ গড়ে ব্যাটিং করছেন চলতি টুর্নামেন্টে। আর তারপরেই তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের নজর কেড়েছে।
কর্ণাটকের এই ব্যাটসম্যান তার অভিজ্ঞতা এবং প্রতিভার মাধ্যমে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এক সময় জাতীয় দলে নিয়মিত সুযোগ পেলেও, পারফরম্যান্সের অভাবে করুণকে দল থেকে বাদ পড়তে হয়েছিল।
কিন্তু ঘরোয়া পর্যায়ে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। তার ব্যাটিং ফর্ম, টেকনিক, এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাকে আবারও দলে ফিরিয়ে আনার উপযুক্ত হিসেবে মনে করছে ক্রিকেট মহল। বিজয় হাজারে ট্রফিতে ঘরোয়া ৫০ ওভারের ফরম্যাটে, গত ৬ ইনিংসে নায়ারের করেছেন যথাক্রমে ১১২*, ৪৪*, ১৬৩*, ১১১*, ১১২*, ১২২*।
এই আসরে তিনি এখনও আউট হননি এবং আউট না হয়ে ৬০০ রানেরও বেশি রান করে ফেলেছেন। ব্যাট হাতে তার এই দুর্ধর্ষ ফর্ম করুণ নায়ারকে লিস্ট এ ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে নিয়ে এসেছে। তিনি একক আসরে পাঁচটি সেঞ্চুরি করার পর তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের পরে দ্বিতীয় ব্যাটসম্যান। এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যাটসম্যান লিস্ট এ ক্রিকেটে চারটি ধারাবাহিক সেঞ্চুরি করতে পেরেছেন, যার মধ্যে নায়ারও একজন।
বর্তমানে ভারতীয় দলে রূপান্তর পর্ব শুরু হতে চলেছে। বিজিটিতে ব্যর্থতার পর এই আলোচনা আরও তীব্র হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে সেই রূপান্তর পর্ব আরও গতি পাবেই বলেই ধারণা। এমন অবস্থায় করুন নায়ারকে কোহলি-রোহিতদের মত বর্ষীয়ান তারকাদের বিকল্প হিসেবে বোর্ড ভাবে কিনা, সেটাই দেখার।