আগামী বছরের মহিলাদের টি২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ফাইনালেই পারফর্ম করবেন মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। আইসিসি-র তরফে মঙ্গলবারেই একথা জানিয়ে দেওয়া হল। বিশ্বকাপ শুরু হচ্ছে ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে। ফাইনাল ৮ মার্চ। এমসিজি-তে ফাইনালেই পারফর্ম করতে চলেছেন কেটি পেরি।
মঙ্গলবারে কেটি পেরিও নিজের ইনস্টাগ্রাম পোস্টে ক্রিকেট বিশ্বকাপে থাকার কথা স্বীকার করে নিলেন। পপস্টার নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানালেন, "অজি অজি অজি! আসো কিছু রেকর্ড ভাঙা যাক। ২০২০-র মার্চের ৮ তারিখে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আমার সঙ্গে যোগ দাও। আন্তর্জাতিক মহিলা দিবসে দুর্দান্ত মহিলাদের সমর্থনে আমরা গলা ফাটাবো।"
ক্রিকেট টুর্নামেন্টে অবশ্য কেটি পেরির পারফরম্যান্স নতুন কিছু নয়। এর আগে আইপিএলের পঞ্চম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেম মার্কিন তারকা। বর্তমানে তিনি অবশ্য মুম্বইতে রয়েছেন। নভেম্বরের ১৬ তারিখ থেকে মোবাইল সংস্থা ওয়ানপ্লাস মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করতে চলেছেন তিনি।
আইসিসি আশাবাদী কেটি পেরির মতো প্রথমসারির একজন শিল্পীর উপস্থিতিতে মহিলাদের কোনও স্পোর্টিং ইভেন্টে সর্বাধিক উপস্থিতির নজির গড়বে বিশ্বকাপের ফাইনাল। মহিলাদের কোনও ক্রীড়া ইভেন্টে সবথেকে বেশি হাজিরার নজির রয়েছে ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে। ১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় খেলা দেখতে উপস্থিত ছিলেন ৯০,১৮৫ জন দর্শক। এমসিজি-র দর্শক ধারণ ক্ষমতা তার থেকেও বেশি, এক লক্ষ। কেটি পেরি আর ক্রিকেট দেখতে সেই আসনের কতটা পূর্ণ হয়, সেটাই আপাতত দেখার।
Read the full article in ENGLISH