ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন কাব্য়া মারান। তিনি সানরাইজার্স হায়দরাবাদ দলের CEO এবং মালিকানার একাংশ তাঁর হাতেও রয়েছে। কিন্তু, আপনারা কী জানেন যে আইপিএল (IPL) দলের মালকিন ছাড়া আরও একটি পরিচয় রয়েছে কাব্যা মারানের? আসুন সেই ব্য়াপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। সঙ্গে দেখে নেওয়া যাক তাঁর মোট সম্পত্তির পরিমাণই বা কত?
১৯৯২ সালের ৬ অগাস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন কাব্যা। তাঁর গোটা পরিবারই বিশাল ব্যবসার সঙ্গে যুক্ত। কাব্যার বাবা কলানিধি মারান সান গোষ্ঠীর চেয়ারম্য়ান এবং ম্যানেজিং ডিরেক্টর। দেশের অন্যতম বড় সংবাদমাধ্যম চালান তিনি। ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে, কলানিধি মারানের মোট সম্পত্তির পরিমাণ ২.৩ বিলিয়ন ডলার।
কাব্যার মা কাবেরী মারানও সান টিভি নেটওয়ার্কের CEO। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক জগতেও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে মারান পরিবারের। তাঁর কাকা দয়ানিধি মারান DMK পার্টির সক্রিয় নেতা।
কাব্যার শিক্ষাগত যোগ্যতা এবং কর্পোরেট ভূমিকা
চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে কাব্যা তাঁর আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এরপর ব্রিটেনের ওয়ারউইক বিজনেস কলেজ থেকে কমপ্লিট করেন MBA ডিগ্রি। ব্যবসার দুনিয়ায় পা রাখার ক্ষেত্রে কাব্যার শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব সামলাতে যথেষ্ট সাহায্য করেছে।
২০১৮ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব গ্রহণ করেছেন কাব্যা। আর শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজির যাবতীয় সিদ্ধান্ত তিনিই গ্রহণ করেন। ঠিক করেন নিলামের স্ট্র্যাটেজিও। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারও প্যাট কামিন্সের নেতৃত্বে দলটা বেশ ভালই শুরু করেছে।
কাব্যা মারানের মোট সম্পত্তির পরিমাণ এবং SRH-এর মালিকানা
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, কলানিধি মারান যেহেতু টাকার পাহাড়ে দাঁড়িয়ে রয়েছেন, সেকারণে কাব্যার মোট সম্পত্তির পরিমাণও নেহাতই কম নয়। কাব্য়া মারানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৯ কোটি টাকা। মারান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১৯,০০০ কোটি টাকা।
তবে সানরাইজার্স হায়দরাবাদে কাব্যা মারানের মালিকানা ঠিক কতখানি রয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এই ফ্র্যাঞ্চাইজির সিংহভাগ মালিকানাই যে সান টিভি নেটওয়ার্কের দখলে রয়েছে, তা বলা যেতে পারে। ২০১২ সালে ডেকান চার্জার্সের থেকে মালিকানা হস্তান্তর হয় এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নির্ধারণে কাব্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।