Advertisment

মিগুয়েল কামিন্সের পরিবর্তে কেমো পলকে দলে নিল উইন্ডিজ

হার থেকে শিক্ষা নিয়েই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন উইন্ডিজ নির্বাচকরা। দলে একটাই পরিবর্তন এনেছেন তাঁরা। ফাস্ট বোলার মিগুয়েল কামিন্সের পরিবর্তে অলরাউন্ডর কেমো পলকে নিয়ে আসলেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Keemo Paul replaces Miguel Cummins for Jamaica Test

মিগুয়েল কামিন্সের পরিবর্তে কেমো পলকে দলে নিল উইন্ডিজ

আগামী শুক্রবার থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। দু'ম্য়াচের চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ও ফাইনাল টেস্টটি হবে জামাইকার সাবিনা পার্কে। অ্যান্টিগা টেস্টে ভারতের কাছে ৩১৮ রানে হারতে হয়েছে ক্য়ারিবিয়ানদের।

Advertisment

 

হার থেকে শিক্ষা নিয়েই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন উইন্ডিজ নির্বাচকরা। দলে একটাই পরিবর্তন এনেছেন তাঁরা। ফাস্ট বোলার মিগুয়েল কামিন্সের পরিবর্তে অলরাউন্ডর কেমো পলকে নিয়ে আসলেন তাঁরা। অ্যান্টিগাতে কামিন্স কোনও উইকেটই নিতে পারেননি। যদিও অ্যান্টিগায় ১০০ রানের মধ্য়েই উইন্ডিজ ব্য়াটসম্য়ানরা গুটিয়ে গিয়েছিল, তবুও ব্য়াটসম্য়ানদের ওপরেই আস্থা রেখেছেন নির্বাচকরা।

আরও পড়ুন: আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ পয়েন্ট টেবিল: মগডালে কোহলির টিম ইন্ডিয়া

গোড়ালির চোটের জন্য় প্রথম টেস্টে খেলতে পারেননি পল। এখন ম্য়াচ ফিট তিনি। ফলে নিজেকে নির্বাচনের জন্য় ফাঁকা রেখেছেন তিনি। এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজের টেস্ট দল: জেসন হোল্ডার (ক্য়াপ্টেন), ক্রেগ ব্রাথওয়েট, ড্য়ারেন ব্র্য়াভো, সামারা ব্রুকস, জন ক্য়াম্পবেল, রস্টন চেজ, রাখিম কর্নওয়েল, জাহমার হ্য়ামিলটন, শ্য়ানন গ্য়াব্রিয়েল, শিমরন হেটমায়ার, শে হোপ, কেমো পল এবং কেমার রোচ।

-->

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।

West Indies India
Advertisment