/indian-express-bangla/media/media_files/2025/02/21/2N3xbE3vqApE7HZYTqUY.jpg)
Ranji Trophy drama: গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেওয়ার পর কেরলের ক্রিকেটাররা আনন্দ উদযাপন করছেন। (ললিথ কালিদাসের এক্সপ্রেস ছবি)
India vs bangladesh national cricket team: রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে দুই রানের লিড নিয়ে ফাইনালে পৌঁছে গেল কেরল! আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেরল এবং গুজরাটের উত্তেজনাপূর্ণ রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচের পঞ্চম দিনের সকালে কে জিতবে, ঠিক হয়ে গেল। ২৮ রান এবং ৩ উইকেট হাতে, এই অবস্থায় কেরলের দুই নির্ভরযোগ্য বোলার জলজ সাক্সেনা ও আদিত্য সার্থাতে অসাধারণ বোলিং করেন। আর, তাঁদের দলকে রঞ্জি ট্রফির ৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে দেন।
দুই রানের লিডেই স্বপ্নপূরণ!
দলের ৩৫২তম রঞ্জি ম্যাচে কোচ আময় খুরাসিয়া ও অধিনায়ক সচিন বেবির নেতৃত্বে কেরল প্রথম ইনিংসে তোলে ৪৫৭ রান। আর, এর দৌলতে ২ রানের লিড পায় দল। তাতেই কেরলের ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যায়। ফাইনালে কেরল খেলবে বিদর্ভের বিরুদ্ধে। গত সপ্তাহে পুনেতে সালমান নিজার ও নিধীশ এমডি মাত্র একরান করে দলকে জেতার দিকে এগিয়ে দিয়েছিলেন। আর এবারও ঠিক একরানের ব্যবধানেই তৈরি হল নাটকীয় মুহূর্ত। ১০ নং ব্যাটসম্যান আর্জান নাগওয়াসওয়ালার শক্তিশালী স্লগ-সুইপ সালমান নিজারের মাথায় লেগে প্রথম স্লিপে সচিন বেবির হাতে ধরা পড়ে। যা কেরলের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করেছে।
আরও পড়ুন- আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫: টস জিতে ব্যাটিং বাভুমার
শেষ মুহূর্তের নাটকীয়তা!
দিনের শুরুতে গুজরাটের জয়মিত প্যাটেল ও সিদ্ধার্থ দেশাই কেরলের স্পিন আক্রমণকে দক্ষতার সঙ্গে সামলাচ্ছিলেন। কিন্তু চাপের মুখে তাঁরা শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে ফেলেন।
✅ জয়মিত প্যাটেল একটি লুজ ডেলিভারিতে কভার অঞ্চলে সচিন বেবির হাতে ক্যাচ তুলেও বেঁচে যান।
✅ কিছুক্ষণ পর, অফ স্টাম্পের বাইরে বল মিস করে উইকেটরক্ষক মহম্মদ আজহারউদ্দিনের চমৎকার গ্লাভ ও ফ্লিকের কারণে জয়মিত প্যাটেল স্টাম্পড হয়ে যান।
✅ এরপর সিদ্ধার্থ দেশাই এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে গেলেও DRS প্রযুক্তিতে দেখা যায় তার পা স্টাম্পের লাইনে, ফলে তিনি থ্রি রেড সিগন্যালের মাধ্যমে আউট হয়ে যান।
1⃣ wicket in hand
— BCCI Domestic (@BCCIdomestic) February 21, 2025
2⃣ runs to equal scores
3⃣ runs to secure a crucial First-Innings Lead
Joy. Despair. Emotions. Absolute Drama! 😮
Scorecard ▶️ https://t.co/kisimA9o9w#RanjiTrophy | @IDFCFIRSTBank | #GUJvKER | #SF1pic.twitter.com/LgTkVfRH7q
শেষ ব্যাটিং জুটি ও নাটকীয় সমাপ্তি
শেষ উইকেটে নাগওয়াসওয়ালা ও প্রিয়জিতসিংহ জাদেজা কিছুটা লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত নাগওয়াসওয়ালার স্লগ-সুইপের সাহায্যে কেরলের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়।