Advertisment

AFC চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন! ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলা সেরার সেরা গোলমেশিনকে সই করাল কেরালা

গোলমেশিনকে সই করলো কেরালা ব্লাস্টার্স

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান কাতার বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর মধ্যেই কেরালা ব্লাস্টার্স চমকে দিল অস্ট্রেলিয়ার-ই গোলমেশিন জাউশুয়া সতিরিওকে সই করিয়ে। ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে। কেরিয়ারের দুই স্মরণীয় অভিজ্ঞতাই সঞ্চয় করেছেন ২০১৪-এ। এবার সেই তারকা চলে এলেন অস্ট্রেলীয় মুলুক ছেড়ে।

Advertisment

কেরিয়ারের পুরোটাই খেলেছেন এ লিগে। এ লিগে অভিজ্ঞতা অর্জন করেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, নিউক্যাসেল জেটস তো বটেই রয় কৃষ্ণের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্স-এর জার্সিতে খেলেছেন।

কেরিয়ারের শুরু করেছিলেন ফাইভ ডক লেইচার্ড, মার্কাস স্ট্যালিয়ন-এর অর্ধ পেশাদার লিগে। তবে এরপরেই বড়সড় ব্রেক পান তিনি। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স-এর হয়ে টানা ছয় বছর খেলেন। এই দলের হয়েই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেতাব জেতেন। সেইসঙ্গে এ লিগে রানার্স হন দু-বার। ২০১৩/১৪ এবং ২০১৫/১৬ সিজনে।

সিডনি ছেড়ে এরপরে ওয়েলিংটন ফিনিক্স-এর হয়ে টানা তিন মরশুম খেলেন তিনি। এক বছর আগে নিউক্যাসেল জেটস-এ সই করেন। সবমিলিয়ে তিন ক্লাবের জার্সিতে এ লিগে ২১ গোল করেছেন ২৭ বছরের তারকা। এখনও এক বছর চুক্তি থাকা সত্ত্বেও সতিরিও আপাতত ভারতের ক্লাবে চলে এলেন জেটস-এর থেকে রিলিজ নিয়ে।

সকারুজদের হয়ে সিনিয়র দলে সুযোগ না পেলেও সতিরিও অস্ট্রেলিয়ার হয়ে অনুর্দ্ধ-২০, অনুর্দ্ধ-২৩ দলেও খেলেছেন। যুব দলের হয়ে ৪ গোল-ও রয়েছে।

জাউশুয়া চলে আসায় অস্ট্রেলিয়ারই অন্য তারকা আপোস্টলস জিয়ান্নুকে রিলিজ করে দেবে কেরালা ব্লাস্টার্স। গত সিজনে জিয়ান্নু সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তিনি আপফ্রন্টে জুটি বাঁধবেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিও দিয়ামান্তকোসের সঙ্গে।

kerala Indian Football ISL
Advertisment