এটিকে মোহনবাগান কাতার বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর মধ্যেই কেরালা ব্লাস্টার্স চমকে দিল অস্ট্রেলিয়ার-ই গোলমেশিন জাউশুয়া সতিরিওকে সই করিয়ে। ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে। কেরিয়ারের দুই স্মরণীয় অভিজ্ঞতাই সঞ্চয় করেছেন ২০১৪-এ। এবার সেই তারকা চলে এলেন অস্ট্রেলীয় মুলুক ছেড়ে।
কেরিয়ারের পুরোটাই খেলেছেন এ লিগে। এ লিগে অভিজ্ঞতা অর্জন করেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, নিউক্যাসেল জেটস তো বটেই রয় কৃষ্ণের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্স-এর জার্সিতে খেলেছেন।
কেরিয়ারের শুরু করেছিলেন ফাইভ ডক লেইচার্ড, মার্কাস স্ট্যালিয়ন-এর অর্ধ পেশাদার লিগে। তবে এরপরেই বড়সড় ব্রেক পান তিনি। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স-এর হয়ে টানা ছয় বছর খেলেন। এই দলের হয়েই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেতাব জেতেন। সেইসঙ্গে এ লিগে রানার্স হন দু-বার। ২০১৩/১৪ এবং ২০১৫/১৬ সিজনে।
সিডনি ছেড়ে এরপরে ওয়েলিংটন ফিনিক্স-এর হয়ে টানা তিন মরশুম খেলেন তিনি। এক বছর আগে নিউক্যাসেল জেটস-এ সই করেন। সবমিলিয়ে তিন ক্লাবের জার্সিতে এ লিগে ২১ গোল করেছেন ২৭ বছরের তারকা। এখনও এক বছর চুক্তি থাকা সত্ত্বেও সতিরিও আপাতত ভারতের ক্লাবে চলে এলেন জেটস-এর থেকে রিলিজ নিয়ে।
সকারুজদের হয়ে সিনিয়র দলে সুযোগ না পেলেও সতিরিও অস্ট্রেলিয়ার হয়ে অনুর্দ্ধ-২০, অনুর্দ্ধ-২৩ দলেও খেলেছেন। যুব দলের হয়ে ৪ গোল-ও রয়েছে।
জাউশুয়া চলে আসায় অস্ট্রেলিয়ারই অন্য তারকা আপোস্টলস জিয়ান্নুকে রিলিজ করে দেবে কেরালা ব্লাস্টার্স। গত সিজনে জিয়ান্নু সেভাবে প্রভাব ফেলতে পারেননি। তিনি আপফ্রন্টে জুটি বাঁধবেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিও দিয়ামান্তকোসের সঙ্গে।