/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/micx.jpg)
কেসরিক উইলিয়ামস বনাম বিরাট কোহলি, শেষ দু'বছর ধরে চলছে লড়াই
২০১৭ সালে বিরাট কোহলি বনাম কেসরিক উইলিয়ামস ডুয়েলটা শুরু হয়েছিল বাইশ গজে। যা আজও অব্য়াহত। বলা ভাল জিইয়ে রেখেছেন এই দুই ক্রিকেটারই।
হায়দরাবাদে প্রথম টি-২০ ম্য়াচে কোহলি 'টিক ইন দ্য় নোটবুক' সেলিব্রেশন করেছিলেন। এবার তিরুঅনন্তপুরমে কোহলির উইকেট নিয়ে উইলিয়ামস আবার সেই লড়াইটা উসকে দিলেন। কোহলিকে ফিরিয়ে নিজের মুখে আঙুল দিয়ে সেলিব্রেট করেন। বোঝাতে চেয়েছিলেন, মুখটা যেন বন্ধ রাখা হয়।
????#INDvWIpic.twitter.com/0fv5CHLMDs
— ICC (@ICC) December 8, 2019
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি কেরিয়ারের সেরা টি-২০ ইনিংসটি খেলেছিলেন। ৫০ বলে ৯৪ বলের ইনিংসে একাই ভারতকে ৬ উইকেটে ম্য়াচ জেতান তিনি। আর সেদিন উইলিয়ামসকে বড় শট মারার পরেই নোটবুক সেলিব্রেশন করেছিলেন।
Virat Kohli brings out the "notebook" after hitting Kesrick Williams for a four and a six! What A Moment. #INDvsWI#ViratKohli ???? #ViratKohlipic.twitter.com/qCfJxZgQbb
— Sanket Suthar (@sanketsuthar000) December 6, 2019
2017: Kesrick Williams gives a send off to Virat Kohli with a 'tick in the notebook' celebration
2019: Kohli smacks Williams all round the park & did the same
8th Dec 2019 : Kesrick Williams silences the crowd????❤❤ pic.twitter.com/MnCVOd9oRT
— Mr HaMzA (@MrHaMzA54) December 8, 2019
কেসরিকের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গে কোহলি বলেছিলেন, “জামাইকাতে কেসরিক আমাকে আউট করে নোটবুক সেলিব্রেট করেছিল। আমিও ভেবেছিলাম নোটবুকে কয়েকটা টিক দিয়ে রাখি। আমাদের মধ্য়ে কিছু কথাও হয়েছে। সবটাই ভাল অর্থে। হাসি দিয়েই শেষ হয়েছে। কম্পিটিভ ক্রিকেটে এরকমটাই হয়। আমরা হ্য়ান্ডশেক করে হাই-ফাইভ দিই। এটাই ক্রিকেট। কঠিন ভাবে খেলা হয় ঠিকই, কিন্তু বিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই।”