২০১৭ সালে বিরাট কোহলি বনাম কেসরিক উইলিয়ামস ডুয়েলটা শুরু হয়েছিল বাইশ গজে। যা আজও অব্য়াহত। বলা ভাল জিইয়ে রেখেছেন এই দুই ক্রিকেটারই।
হায়দরাবাদে প্রথম টি-২০ ম্য়াচে কোহলি 'টিক ইন দ্য় নোটবুক' সেলিব্রেশন করেছিলেন। এবার তিরুঅনন্তপুরমে কোহলির উইকেট নিয়ে উইলিয়ামস আবার সেই লড়াইটা উসকে দিলেন। কোহলিকে ফিরিয়ে নিজের মুখে আঙুল দিয়ে সেলিব্রেট করেন। বোঝাতে চেয়েছিলেন, মুখটা যেন বন্ধ রাখা হয়।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি কেরিয়ারের সেরা টি-২০ ইনিংসটি খেলেছিলেন। ৫০ বলে ৯৪ বলের ইনিংসে একাই ভারতকে ৬ উইকেটে ম্য়াচ জেতান তিনি। আর সেদিন উইলিয়ামসকে বড় শট মারার পরেই নোটবুক সেলিব্রেশন করেছিলেন।
কেসরিকের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গে কোহলি বলেছিলেন, “জামাইকাতে কেসরিক আমাকে আউট করে নোটবুক সেলিব্রেট করেছিল। আমিও ভেবেছিলাম নোটবুকে কয়েকটা টিক দিয়ে রাখি। আমাদের মধ্য়ে কিছু কথাও হয়েছে। সবটাই ভাল অর্থে। হাসি দিয়েই শেষ হয়েছে। কম্পিটিভ ক্রিকেটে এরকমটাই হয়। আমরা হ্য়ান্ডশেক করে হাই-ফাইভ দিই। এটাই ক্রিকেট। কঠিন ভাবে খেলা হয় ঠিকই, কিন্তু বিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই।”