New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/01/vHnwrH3mozXYsasIXgBl.jpg)
Harshit rana concussion substitute: হর্ষিত রানার অভিষেক ঘিরে বড় বিতর্ক (কেকেআর টুইটার হ্যান্ডল)
Harshit rana concussion substitute: হর্ষিত রানার অভিষেক ঘিরে বড় বিতর্ক (কেকেআর টুইটার হ্যান্ডল)
Kevin Pietersen questions Team India's concussion substitute: চতুর্থ টি২০আই ম্যাচে কনকাশন পরিবর্ত হিসেবে খেলতে নেমে ম্যাচের রংই বদলে দিয়েছিলেন পেসার হর্ষিত রানা। যিনি অলরাউন্ডার শিবম দূবের জায়গায় নেমেছিলেন বিরতির পর।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের এই ম্যাচে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতকে ১৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দেন। তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন ম্যাচ আধিকারিকদের এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন।
প্রশ্ন তোলেন হর্ষিত রানাকে কীভাবে শিবম দূবের "লাইক-ফর-লাইক" পরিবর্ত হিসেবে অনুমোদন দেওয়া হল! ভারতের হয়ে ব্যাট করতে নামার সময় জেমি ওভারটনের শর্ট বল শিবম দুবের হেলমেটে আছড়ে পড়ে। পরবর্তীতে তিনি আর ফিল্ডিংয়ে নামেননি। পাওয়ারপ্লে ওভারে রামনদীপ সিংকে ফিল্ডিং করছিলেন। ভাবা হয়েছিল তিনিই হয়ত শিভম দুবের কনকাশন পরিবর্ত।
তবে শেষমেশ হর্ষিত রানাকেই এই পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়। নিয়তির পরিহাস, তিনিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ম্যাচের মোক্ষম সময়ে লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল এবং জেমি ওভারটনের উইকেট নিয়ে। হর্ষিত রানা যখন লিভিংস্টোনকে আউট করেন, তখন কমেন্টেটর হিসেবে থাকা পিটারসেন ইঙ্গিত দেন যে জস বাটলার এই পরিবর্ত নিয়মে মোটেই খুশি নন।
পিটারসেন বলেন, "আমি নিশ্চিত নই এটা লাইক-ফর-লাইক। জস বাটলার আউট হওয়ার পর ক্ষুব্ধ হন। ও সরাসরি ডাগআউটে গিয়ে কোচের সঙ্গে কথা বলে। ওঁর মনে হয়েছিল এটি যথাযথ লাইক আ লাইক পরিবর্ত নয়।"
আইসিসির নিয়ম ১.২.৭.৩ অনুযায়ী, কনকাশন পরিবর্ত অবশ্যই "লাইক-ফর-লাইক" হতে হবে, যেখানে পরিবর্ত ক্রিকেটারের উপস্থিতি ম্যাচের বাকি অংশে সেই দলকে অতিরিক্ত সুবিধা দেবে না। পিটারসেনের যুক্তি, শিবম দুবে একজন অলরাউন্ডার, অন্যদিকে হর্ষিত রানা মূলত বোলার। তাই এই বদল নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ রয়েছে। হর্ষিত রানার টি২০আই অভিষেকই হয় এই ম্যাচে, কনকাশন সাবস্টিটিউট হিসেবে।
পিটারসেন কমেন্ট্রিতে আরও উল্লেখ করেন, যদি ইংল্যান্ড হেরে যায়, তবে এই সিদ্ধান্ত নিয়ে বড় আলোচনা হবে। শেষ পর্যন্ত ভারত ১৫ রানে জয়ী হয়ে সিরিজে ৩-১ কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যায়। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলা হবে।