/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/madhavan-vedaant.jpg)
বরাবর ছেলের সাফল্যে গর্বিত তিনি। জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে পুত্র বেদান্ত একাধিকবার পদক জিতে চমকে দিয়েছেন বিশ্বকে। এবার বেদান্ত সোনায় মুড়ে ফেললেন নিজেকে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের আসর বসেছে এবার কাশ্মীরের গুলমার্গে। সেখানেই পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন মাধবন-পুত্র। রুপোও জিতলেন দুটি।
পুত্রের এই দারুণ সুখবর টুইটারে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন থ্রি ইডিয়টস অভিনেতা। টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, শিবরাজ চৌহানকে ট্যাগ করে দক্ষিণী অভিনেতা জানিয়েছেন, পুত্র সাত পদক জিতেছেন। হাফডজন সোনাজয়ী এথলিট অপেক্ষা ফার্নান্দেজেরও প্রশংসা করেছেন তিনি।
VERY grateful & humbled by the performances of @fernandes_apeksha ( 6 golds,1 silver,PB $ records)& @VedaantMadhavan (5golds &2 silver).Thank you @ansadxb & Pradeep sir for the unwavering efforts & @ChouhanShivraj & @ianuragthakur for the brilliant #KheloIndiaInMP. So proud pic.twitter.com/ZIz4XAeuwN
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023
With gods grace -Gold in 100m, 200m and 1500m and silver in 400m and 800m . 🙏🙏🙏👍👍 pic.twitter.com/DRAFqgZo9O
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 12, 2023
দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, 'ঈশ্বরের আশীর্বাদে' ১০০ মিটার, ২০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ এবং ৮০০ মিটারে রুপো জিতেছেন বেদান্ত। ১৬১ পদক সমেত রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্রীড়াবিদদেরও প্রশংসা করেছেন তিনি।
প্রসঙ্গত, বেদান্ত মাধবন আন্তর্জাতিক পর্যায়ের একজন সাঁতারু। এর আগে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছিলেন বেদান্ত। ১৬ মিনিটের রেকর্ড ভেঙে নতুন কীর্তি স্থাপন করেছিলেন তিনি। এছাড়া গতবছর ড্যানিশ ওপেন-এ সাঁতারে সোনাও জিতেছিলেন তিনি।